Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোভিড চিকিৎসা নিয়ে প্রতারণা: রিজেন্ট হাসপাতালে র‌্যাবের হানা


৬ জুলাই ২০২০ ১৭:৫৩ | আপডেট: ৬ জুলাই ২০২০ ২১:৪৭

ঢাকা: নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তদের চিকিৎসায় বিভিন্ন ধরনের অনিয়ম ও প্রতারণার অভিযোগে রিজেন্ট হাসপাতালের উত্তরা শাখায় অভিযান চালাচ্ছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‌্যাব)। সরকারের সঙ্গে সমঝোতার ভিত্তিতে চিকিৎসা দিলেও রোগীদের কাছ থেকে টাকা নেওয়া, করোনা পরীক্ষা না করেও ভুয়া ফল জানানোর মতো অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। সারাবাংলার অনুসন্ধানেও রিজেন্ট হাসপাতালের অনিয়ম-প্রতারণার বিভিন্ন চিত্র উঠে এসেছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন- মেয়াদোত্তীর্ণ লাইসেন্স নিয়েই রিজেন্ট হাসপাতালে করোনা চিকিৎসা!

সোমবার (৬ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে রিজেন্ট হাসপাতালে অভিযান শুরু হয়।

জানতে চাইলে সারোয়ার আলম সারাবাংলাকে বলেন, কোভিড-১৯ পরীক্ষা ও চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে এই হাসপাতালটির বিরুদ্ধে। এসব অভিযোগের সূত্র ধরেই আমরা অভিযান শুরু করেছি। অভিযান শেষ হলে বিস্তারিত জানানো হবে।

টপ নিউজ রিজেন্ট উত্তরা রিজেন্ট হাসপাতাল র‌্যাবের অভিযান সারোয়ার আলম

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর