Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দিনাজপুরে বিআরটিসি’র বাস চাপায় ৫ জন নিহত


৬ জুলাই ২০২০ ১৭:৪৯ | আপডেট: ৬ জুলাই ২০২০ ১৮:০২

দিনাজপুর: দিনাজপুরে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) যাত্রীবাহী বাসের ধাক্কায় অটোরিক্সার ৫ যাত্রী নিহত হয়েছেন। সোমবার (৫ জুলাই) দুপুর ২টায় দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ২৫ মাইল নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দিনাজপুর বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন নিহতের ঘটনা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঠাকুরগাঁও থেকে আসা যাত্রীবাহী বিআরটিসি’র বাসটি বীরগঞ্জের ২৫ মাইল এলাকায় একটি অটোরিক্সাকে ধাক্কা। এসময় বাসটিও নিয়ন্ত্রণ হারিয়ে পাশে পড়ে যায়।

বিজ্ঞাপন

এতে ঘটনাস্থলে বাসের চাপায় অটোরিক্সার ৪ যাত্রী নিহত হয়। নিহতরা হলেন- নারগিস (৪৫), আসমা (৪৩), লামিয়া (২১) ও নাইম (২২)। গুরুতর আহত ভ্যানচালককে বীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। তার নাম এখনও জানা যায়নি।

চার্জারচালিত রিক্সাটি বীরগঞ্জ থেকে ২৫ মাইলের রনগাঁও মহনপুর এলাকায় যাচ্ছিলো।

ঘটনাস্থল অতিরিক্ত পুলিশ সুপার (বীরগঞ্জ সার্কেল) মো. আব্দুল ওয়ারেশসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিদর্শন করেছেন।

টপ নিউজ নিহত বিআরটিসি যাত্রীবাহী সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর