Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শুদ্ধাচার পুরস্কার পেলেন ট্যারিফ কমিশনের ২ কর্মকর্তা


৬ জুলাই ২০২০ ১৭:৩১

ঢাকা: সরকারি চাকরিবিধি মেনে চলা ও সততা-নিষ্ঠার সঙ্গে পেশাগত দায়িত্ব-কর্তব্য পালন করায় ২০১৯-২০ অর্থবছরে জাতীয় শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের দুই কর্মকর্তা। শুদ্ধাচার পুরস্কার প্রদান নীতিমালা-২০১৭ অনুযায়ী ওই দুইজনকে সরকারের পক্ষ থেকে এই পুরস্কার দেওয়া হয়।

কমিশনের যুগ্মসচিব মো. আবুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

শুদ্ধাচার পুরস্কারপ্রাপ্ত দুইজন হলেন কমিশনের সিস্টেম অ্যানালিস্ট মু. আকরাম হোসেন ও একান্ত সহকারী মোছা. রেহানা আক্তার। পুরস্কারপ্রাপ্ত দুইজন একটি সার্টিফিকেট ও এক মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ পাবেন বলে অফিস আদেশে জানানো হয়েছে।

বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের বাণিজ্য নীতি বিভাগের সদস্য শাহ মো. আবু রায়হান আলবেরুনী এ বিষয়ে সারাবাংলাকে বলেন, ‘জাতীয় শুদ্ধাচার পুরস্কার পেশাগত সততার একটি স্বীকৃতি। যারা এই পুরস্কার পেয়েছেন তাদের অভিনন্দন জানাই। আশা করি, পুরস্কারপ্রাপ্তরা পেশাগতজীবনে তাদের সততার ধারাবাহিকতা অব্যাহত রাখবেন। আমি ব্যক্তিগতভাবে তাদের সফলতা কামনা করছি।’

বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন শুদ্ধাচার শুদ্ধাচার পুরস্কার

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর