Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কারওয়ান বাজারসংলগ্ন রেললাইনের দু’পাশের ঝুপড়ি ঘর উচ্ছেদ


৬ জুলাই ২০২০ ১৬:৩৯

ঢাকা: রাজধানীর কারওয়ান বাজারের তেজগাঁও রেললাইনসংলগ্ন দুইপাশে ঝুপড়ি ঘর করে সেখানে মাদকের আখড়া গড়ে তোলা হয়েছে এমন অভিযোগে প্রায় ১০০ ঝুপড়ি ঘর উচ্ছেদ করেছে পুলিশ।

সোমবার (৬ জুলাই) বেলা ১২টার দিকে এ উচ্ছেদ কার্যক্রম শুরু করে বিকেল ৩টায় শেষ হয়। তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) মোহাম্মদ হারুন অর রশিদ সারাবাংলাকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘এফডিসিসংলগ্ন রেললাইনের পাশে থেকে তেজগাঁও ট্রাক স্ট্যান্ড পর্যন্ত যতগুলো ঝুপড়ি ঘর ছিল, সেগুলো উচ্ছেদ করা হয়েছে। ঘরের সংখ্যা আনুমানিক ১০০টি হবে।’

‘এসব ঝুপড়ি ঘড় থেকে মাদক বিক্রি করা হচ্ছিল। এছাড়া এগুলোতে মাদক সেবনের আড্ডাও বসতো। কিছুদিন আগেই আমরা এখান থেকে বেশ কয়েকজনকে মাদকসহ গ্রেফতার করেছি। এসব ঘরে জীবনের ঝুঁকি নিয়ে বসবাস করে আসছিল মানুষজন। সার্বিক পরিপ্রেক্ষিতে আজ অভিযান চালিয়ে ঘরগুলো ভেঙে দেওয়া হয়’, বলেন তেজগাঁও বিভাগের এই উপ-কমিশনার।

এর আগে, ২০১৮ সালে সারাদেশে মাদকবিরোধী বিশেষ অভিযান চলাকালে রেললাইনের দুইপাশের বস্তি উচ্ছেদ করা হয়েছিল। এরপর আবার ধীরে ধীরে এসব ঝুপড়ি ঘর গড়ে ওঠে।

কারওয়ান বাজার ঝুপড়ি তেজগাঁও রেললাইন মাদকের আখড়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর