Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এবার চীনে বিউবোনিক প্লেগ আতঙ্ক


৬ জুলাই ২০২০ ১৫:৪৭

মহামারি যেনো পিছু ছাড়ছে না চীনের। এবার দেশটির বায়ানুর শহরে বিউবোনিক প্লেগ দেখা দেওয়ায় তৃতীয় মাত্রার সতর্কতা জারি করা হয়েছে। খবর বিবিসি।

রোববার (৫ জুলাই) চীনের কর্তৃপক্ষ বায়ানুর শহরে বিউবোনিক প্লেগের একজন রোগী খুঁজে পেয়েছে। তবে, ঠিক কেন ও কীভাবে তিনি সংক্রমিত হয়েছেন সে সম্পর্কে কিছু জানা যায়নি।

ওই ব্যক্তি এখন কোয়ারেনটাইনে আছেন এবং তার অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে বিবিসি।

প্রসঙ্গত, প্রাণঘাতী বিউবোনিক প্লেগ ব্যাক্টেরিয়া সংক্রমণের মাধ্যমে ছড়ায়। অ্যান্টিবায়োটিক ব্যবহারের মাধ্যমে এই রোগ থেকে নিষ্কৃতি সম্ভব হয়।

এর আগে, এই বিউবোনিক প্লেগ মাদাগাস্কারে ছড়িয়ে পড়ে। ২০১৭ সালের এক হিসাব অনুযায়ী মাদাগাস্কারে ৩০০’র মতো রোগীর ইতিহাস পাওয়া যায়। এছাড়াও, ২০১৯ সালে মঙ্গোলিয়ায় বিউবোনিক প্লেগে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যুর ইতিহাস পাওয়া যায়।

এদিকে, বর্তমানে সারাবিশ্ব যে মহামারির কারণে নাকাল, সেই কোভিড-১৯ সৃষ্টির জন্য দায়ী নভেল করোনাভাইরাস গত ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়ে। চীন এই ভাইরাসের ভয়াবহতার তথ্য আড়াল করেছে বলে অভিযোগ করে আসছে যুক্তরাষ্ট্র। তবে বেইজিং এই অভিযোগ অস্বীকার করেছে।

কোভিড-১৯ চীন নভেল করোনাভাইরাস বিউবোনিক প্লেগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর