Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যশোরে ডলার প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার


৬ জুলাই ২০২০ ১৫:৩৯

যশোর: জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ডলার প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে। এসময় তাদের কাছ থেকে নগদ ৬০ হাজার ৫০০ টাকা, ডলার ও ২০০ দিনার, ৩টি মোবাইলসহ প্রতারণার বিভিন্ন মালামাল উদ্ধার হয়।

সোমবার (৬ জুলাই) দুপুরে জেলার ডিবি অফিসে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিবি পুলিশ পরিদর্শক তুষার মন্ডল ও তার দল। গ্রেফতারকৃত হলো- কামাল শেখ, সেন্টু মাতুব্বর ও ফরিদ শেখ।

জানা যায়, প্রতারক চক্রটি ডলার বিক্রির লোভ দেখিয়ে সাবেক সেনা সদস্য সদরের বালিয়া ভেকুটিয়ার আবুল বাশারের কাছ থেকে ১০ লাখ টাকা ছিনিয়ে নেয়। আবুল বাশার ৫ জুলাই যশোর কোতয়ালি থানায় মামলা দায়ের করে। পরে ডিবি পুলিশ ফরিদপুরের ভাঙ্গা এলাকা থেকে ২ জন এবং গোপালগঞ্জের মকসুদপুর এলাকা থেকে আরও একজনকে গ্রেফতার করে।

গোয়েন্দা পুলিশ ডলার প্রতারক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর