Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চিকিৎসা না দিয়ে রোগী ফেরতের অভিযোগ তদন্তের নির্দেশ


৬ জুলাই ২০২০ ১৪:২২ | আপডেট: ৬ জুলাই ২০২০ ১৭:৩৫

ঢাকা: চিকিৎসা না দিয়ে রোগী ফেরত পাঠানো হাসপাতালগুলোর বিরুদ্ধে দায়েরকৃত অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। স্বাস্থ্য সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে অভিযোগগুলো তদন্ত করে আগামী ২১ জুলাইয়ের মধ্যে হাইকোর্টে প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হয়েছে।

সোমবার (৬ জুলাই) বিচারপতি এম ইনায়েতুর রহিমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এ ছাড়াও আদালত বেশকিছু নির্দেশনা দিয়েছেন।

নির্দেশনাগুলো হলো-চিকিৎসা না দিয়ে ফেরত পাঠানো হলে তাদের বিরুদ্ধে অভিযোগ দায়েরের জন্য স্বাস্থ্য অধিদপ্তর অনলাইনে অভিযোগ গ্রহণের পদ্ধতি চালু করতে নির্দেশ দিয়েছেন।

বেসরকারি হাসপাতালে আইসিইউর অস্বাভাবিক মূল্য সংক্রান্ত অভিযোগ পেলে দুর্নীতি দমন কমিশনকে তদন্তের নির্দেশ দিয়েছেন। আগামী ১০ কার্যদিবসের মধ্যে অক্সিজেনের মূল্য নির্ধারণ করতে বলেছেন আদালত।

এ ছাড়া ক্যান্সারসহ জটিল রোগের আক্রান্ত রোগীদের কোভিড থাকলে ৩৬ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে টেস্ট করে চিকিৎসা অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন আদালত।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইয়াদিয়া জামান, সঙ্গে ছিলেন জামিউল হক ফয়সাল। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবী ইয়াদিয়া জামান।

রোগী ভর্তি না করা এবং অতিরিক্ত বিল নেওয়ার অভিযোগে ‘৩০ মিনিটে সাতদিনের অক্সিজেন বিল! অরাজকতার এ শুধু খণ্ডচিত্র’ শিরোনামে গত ২৭ জুন একটি পত্রিকায় প্রতিবেদন প্রকাশ হয়। ওই প্রতিবেদন যুক্ত করে রিট দায়ের করা হয়। এরপর তার সঙ্গে যুক্ত করে গতকাল আরেকটি সম্পূরক আবেদন করা হয়।

বিজ্ঞাপন

ওই আবেদনে হাসপাতালে ভর্তি না করার কারণে যেসব রোগী মারা যাচ্ছে তাদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে। একই সঙ্গে করোনা সংক্রান্ত রোগী ভর্তি না করার বিষয়ে অভিযোগ দাখিলের জন্য পুলিশের একটি পৃথক হটলাইন চালুর বিষয়ে নির্দেশনা চাওয়া হয়েছে।

পাশাপাশি আবেদনে যেসব হাসপাতাল বা ক্লিনিক রোগী ভর্তির বিষয়ে সরকারি নির্দেশনা লঙ্ঘন করবে তাদের লাইসেন্স বাতিল করার বিষয়ে নির্দেশনা চাওয়া হয়েছে।

এ সব আবেদনের শুনানি নিয়ে আদালত আজ এ আদেশ দিয়েছেন। এরপর পরবর্তী আদেশের জন্য আগামী ২১ জুলাই দিন ঠিক করে দিয়েছেন।

অভিযোগ করোনা মোকাবিলা করোনাভাইরাস রোগী ফেরত হাইকোর্ট

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর