কুড়িলে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই ছিনতাইকারী নিহত
৬ জুলাই ২০২০ ০৭:৩৪ | আপডেট: ৭ জুলাই ২০২০ ০০:৫৫
ঢাকা: রাজধানীর খিলক্ষেতের কুড়িল বিশ্বরোড এলাকায় ডিবি পুলিশের সঙ্গে বন্দুক যুদ্ধে দুজন নিহত হয়েছে। রোববার (৫ জুলাই) দিবাগত রাত ২ টার দিকে খিলক্ষেত থানা পুলিশ গুলিবিদ্ধ অবস্থায় দুজনকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে রাত সোয়া ৩ টার দিকে চিকিৎসক তাদের মৃত ঘোষনা করে।
খিলক্ষেত থানার ওসি তদন্ত আমিনুল ইসলাম জানায়, রাতে খিলক্ষেত কুড়িল বিশ্বরোড তিনশো ফিটের মুখে গুলশান ডিবি পুলিশের সঙ্গে বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে। এতে দুজন গুলিবিদ্ধ হয়। পরে হাসপাতালে নিয়ে গেলে তারা মারা যায়।
তিনি আরও জানান, নিহত দুজন দুর্ধর্ষ ছিনতাইকারী। তাদের নাম পরিচয় এখনো জানা যায় নি। তাদের বয়স আনুমানিক ৪৫ ও ৫৫ বছর। ময়নাতদন্তের জন্য মৃতদেহ মর্গে রাখা হয়েছে।