Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিএমএইচে কারোনা ওয়ার্ডে ফ্রিজ ও এসি দিলো নৌবাহিনী


৬ জুলাই ২০২০ ০২:২৯

ঢাকা: করোনাভাইরাস মোকাবিলায় সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) করোনা ওয়ার্ডের জন্য বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে ২০টি ফ্রিজ ও ২০টি এসি দেওয়া হয়েছে।

রোববার (৫ জুলাই) নৌবাহিনীর পক্ষে নৌ সরবরাহ পরিদফতরের পরিচালক কমডোর এম মতিউর রহমান হাসপাতালের পরিচালকের কাছে এসব ফ্রিজ ও এসি হস্তান্তর করেন। বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

করোনা পরিস্থিতি মোকাবিলায় সম্মিলিত সামরিক হাসপাতালের চিকিৎসা সেবায় ডাক্তার, নার্সসহ বিভিন্ন পর্যায়ের কর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। করোনা চিকিৎসার সুবিধার্থে নৌবাহিনী নিজস্ব তহবিল থেকে সম্মিলিত সামরিক হাসপাতালে এসব সামগ্রী দেওয়ার উদ্যোগ নেয়।

এরই মধ্যে করোনা চিকিৎসায় নিয়োজিত রাজধানীর বিভিন্ন হাসপাতালগুলোতে চিকিৎসা সেবাদাতা ডাক্তার, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে নৌবাহিনীর পক্ষ থেকে ব্যক্তিগত নিরাপত্তা পোশাক (পিপিই), মাস্ক, গ্লাভস, বিশেষ নিরাপত্তা চশমা, শু প্রোটেকশান ডিস্পেন্সার, মেটাল ডিটেক্টর, আইআর থার্মোমিটার ও পলিব্যাগসহ বিভিন্ন নিরাপত্তা সামগ্রী দেওয়া হয়।

করোনা ইউনিট করোনা ইউনিট উন্নয়ন বাংলাদেশ নৌবাহিনী সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচ

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

আরো

সম্পর্কিত খবর