রাজধানীতে ট্রাক চাপায় সাইকেল আরোহী যুবকের মৃত্যু
৬ জুলাই ২০২০ ০০:১৩ | আপডেট: ৬ জুলাই ২০২০ ০৪:০২
ঢাকা: রাজধানীর গুলশানের বারিধারায় ট্রাক চাপায় আব্দুর রাজ্জাক (২০) নামে সাইকেল আরোহী এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার (৫ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক রাত ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করে।
এদিকে, গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এসআই শহিদুল সারাবাংলাকে জানান, ওই যুবক সাইকেল চালিয়ে বারিধারার ইওন ব্রিজের ঢালে আসলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢামেক হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয়। ঘাতক ট্রাকটি জব্দ এবং চালক শাহিনকে আটক করেছে পুলিশ।
অন্যদিকে মৃত রাজ্জাকের সহকর্মী মো. রাজিব সারাবাংলাকে জানান, তারা বনানীতে একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন। রাজ্জাকের বাড়ি বরিশাল জেলায়। অফিসের ডিউটি শেষ করে তারা সাইকেলযোগে নতুন বাজার (পাঁচখোলা) এলাকার ভাড়াবাসায় ফিরছিলেন। ফেরার পথেই দুর্ঘটনায় তার মৃত্যু হয়।
গুলশান ট্রাক চাপায় মৃত্যু ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে বারিধারা