Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিক্ষার্থীদের প্রতি মানবিক আচরণের আহ্বান ছাত্রদলের


৫ জুলাই ২০২০ ১৭:১৮

ঢাকা: করোনা মহামারিকালে সব শিক্ষার্থীর প্রতি মানবিক আচরণ করতে সরকারসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পাশাপাশি রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ছাত্রাবাস ও মেস থেকে শিক্ষার্থীদের সনদ ও মালামাল ফেলে দেওয়ার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটির নেতাকর্মীরা।

রোববার (৫ জুলাই) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত এক মানববন্ধন থেকে সংগঠনটি এ সব দাবি জানায়।

বিজ্ঞাপন

করোনাকালে শিক্ষার্থীদের প্রতি সহনীয় ও মানবিক না হয়ে অমানবিক আচরণ করা হচ্ছে উল্লেখ করে মানবন্ধনে ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন বলেন, ‘করোনাকালে শিক্ষার্থীদের প্রতি আরও সহনীয় এবং মানবিক হওয়ার কথা ছিল। কিন্তু তা না করে অমানবিক আচরণ করা হচ্ছে। এর সঙ্গে যারাই জড়িত থাকুন না কেন, সবাইকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।’

শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবে মেস ভাড়া মওকুফ করার দাবি জানিয়ে সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল বলেন, ‘করোনার এই সময় মেসে থাকা শিক্ষার্থীদের জীবন কঠিন অবস্থার মধ্যে পড়েছে। অনেকের বাবা-মায়ের আয় বন্ধ। এ অবস্থায় মেস মালিকদের আচরণ গ্রহণযোগ্য নয়।’

মানববন্ধনে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি আশরাফুল আলম ফকির লিংকন, হাফিজুর রহমান হাফিজ, মাজেদুল ইসলাম রুম্মন, কে এস এম মোসাব্বির সাফি, মোক্তাদির হোসেন তরু, সাজিদ হাসান বাবু, মিজানুর রহমান সজিব, সিনিয়র যুগ্ম-সম্পাদক আমিনুর রহমান আমিন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহবায়ক রাকিবুল ইসলাম রাকিব, সদস্য সচিব আমন উল্লাহ আমানসহ অন্যরা।

বিজ্ঞাপন

ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় মহামারি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর