Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বালিশকাণ্ডে জামিন মেলেনি প্রকৌশলী শফিকুলের


৫ জুলাই ২০২০ ১৬:৪৫ | আপডেট: ৫ জুলাই ২০২০ ১৬:৪৬

ঢাকা: পাবনার রূপপুর পারমাণবিক বিদুৎ প্রকল্পের ভবনের জন্য অস্বাভাবিক দামে আসবাব ও অন্য সামগ্রী ক্রয় সংক্রান্ত দুর্নীতির তিন মামলায় উপসহকারী প্রকৌশলী মো. শফিকুল ইসলামকে জামিন দেননি হাইকোর্ট।

রোববার (৫ জুলাই) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের ভার্চুয়াল বেঞ্চ তার জামিন আবেদন নিয়মিত কোর্ট খোলা পর্যন্ত স্ট্যান্ডওভার (মুলতবি) রাখেন।

বালিশকাণ্ডে ১৬ কর্মকর্তাকে বরখাস্ত করেছে গণপূর্ত মন্ত্রণালয়

আদালতে আসামিপক্ষে আইনজীবী ছিলেন সাঈদ আহমেদ রাজা। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান।

পরে খুরশীদ আলম খান জানান, আদালত এখন জামিন না দিয়ে আবেদন তিনটি নিয়মিত কোর্ট খোলা পর্যন্ত স্ট্যান্ডওভার রেখেছেন।

উল্লেখ্য, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের আবাসিক ভবনের জন্য ১৬৯ কোটি টাকার কেনাকাটায় দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের পৃথক তিন মামলায় পাবনা গণপূর্ত বিভাগের সাবেক নির্বাহী প্রকৌশলী মাসুদুল আলম, উপ সহকারী প্রকৌশলী মো. শফিকুল ইসলামসহ ১৩ জনকে গত বছর ১২ ডিসেম্বর গ্রেফতার করা হয়। এরপর থেকে শফিকুল ইসলাম কারাগারে আছেন।

জামিন বালিশ রূপপুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর