Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কিশোরগঞ্জে জমি নিয়ে বিরোধে প্রাণ গেল শিশুর


৫ জুলাই ২০২০ ১৩:০৯

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের হোসেনপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এক শিশুকে হত্যা করা হয়েছে। আরেক শিশুকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার (৫ জুলাই) সকালে হোসেনপুর উপজেলার সাহেদল ইউনিয়নের গলাচিপা গ্রামে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত শিশু নুরা জান্নাত আনিকার নানা ওসমান মিয়ার সঙ্গে তার চাচাতো ভাইয়ের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। আজ সকালে সেই জমি নিয়ে সালিশ হওয়ার কথা থাকলেও তা হওয়ার আগেই উভয়পক্ষের কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে প্রতিপক্ষ সিরাজ গংরা মায়ের কোলে থাকা শিশু আনিকা (৬) ও মিথি (১০) কে কুপিয়ে জখম করে।

বিজ্ঞাপন

আহত দুই শিশুকে হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক আনিকাকে মৃত ঘোষণা করে এবং গুরুতর আহত বীথিকে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন চিকিৎসকরা। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

কিশোরগঞ্জ জমি সংক্রান্ত বিরোধে শিশু মৃত্যু শিশু মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর