Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাইবান্ধার পলাশবাড়ীতে বাসচাপায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু


৪ জুলাই ২০২০ ২২:১৩

গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহীসহ দুই যুবকের মৃত্যু হয়েছে এছাড়া একজন আহত হয়েছেন। শনবিার (৪ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের ডাকঘর (বটতলা) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন, মুছা (২৮) ও আকাশ (৩০)। আহত যুবকের নাম সাগর (২৭)। তাদের বাড়ী জেলার সাদুল্যাপুর উপজেলার বকশিগঞ্জে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেল আরোহী তিন যুবক বকশিগঞ্জ থেকে গাইবান্ধার দিকে যাচ্ছিল। পথে ডাকঘর এলাকায় যাত্রীবাহী একটি বাস মোটরসাইকেলটিকে পেছন থেকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই দুই যুবকের মৃত্যু হয়। আহত অপর যুবককে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান নিহতদের পরিচয় নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে নিহত দুইজনের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।

গাইবান্ধা পলাশবাড়ী মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর