বরিশালে বাগানে ছেলে, নদী তীরে বাবার লাশ
৪ জুলাই ২০২০ ১৮:২৯ | আপডেট: ৪ জুলাই ২০২০ ২২:০১
বরিশাল: জেলার বাকেরগঞ্জের চরলক্ষ্মীপাশা গ্রামে মাছ ধরার চাঁই বিক্রেতা বাবা ও ছেলেকে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতদের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শনিবার (৪ জুলাই) দুপুরে শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
এর আগে, শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যার পর বাগান থেকে প্রথমে পুত্র ইয়াসিনের গলাকাটা মৃতদেহ এবং শনিবার সকাল ১০টায় পিতা হেলাল উদ্দীনের মৃতদেহ পান্ডব নদীর পাড় থেকে উদ্ধার করা হয়। তারা পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার কলারদোয়ানি গ্রামের বাসিন্দা।
নিহতের স্বজন আমজাদ হোসেন ও মহিউদ্দিন জানান, ট্রলারযেগে মাছ ধরার চাঁই বিক্রির জন্য বাকেরগঞ্জের শিয়ালগুনি হাটে গিয়েছিলেন বাবা-ছেলে। জানা গেছে, এক ব্যক্তির কাছে চাঁই বিক্রি করে পথে তার চাঁই নামিয়ে দেওয়ার পর থেকে তাদের কোনো দেখা মেলেনি। সন্ধ্যার পর ইয়াসিনের গলা কাটা মৃতদেহ পাওয়া গেলেও হেলাল উদ্দীনের কোনো খোঁজ মেলেনি।
এরপর শনিবার সকালে হেলাল উদ্দীনের মৃতদেহ পান্ডব নদীতে পাওয়া গেলে খবর পেয়ে তারা বরিশালে আসেন। এটা পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করেছেন স্বজনরা।