পরীক্ষা ছাড়াই পাস নটর ডেমে
৪ জুলাই ২০২০ ১৬:০৯ | আপডেট: ৪ জুলাই ২০২০ ১৯:০৭
ঢাকা: পরীক্ষা ছাড়াই একাদশ থেকে দ্বাদশ শ্রেণিতে শিক্ষার্থীদের উত্তীর্ণ করার সিদ্ধান্ত নিয়েছে নটর ডেম কলেজ কর্তৃপক্ষ। এজন্য উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তি ফিসহ, তিন মাসের বেতন পরিশোধের নোটিশ দিয়েছে নটর ডেম কলেজ।
গত বৃহস্পতিবার (২ জুলাই) এই নির্দেশনা জারি করে নটর ডেম কলেজ কর্তৃপক্ষ।
নটর ডেম কলেজ সূত্রে জানা গেছে, কোনোরকম মূল্যায়ন পরীক্ষা ছাড়াই একাদশ শ্রেণি থেকে সবাইকে দ্বাদশ শ্রেণিতে উত্তীর্ণ করা হয়েছে। উত্তীর্ণ শিক্ষার্থীদের আগামী ২৬ জুলাইয়ের মধ্যে দ্বাদশ শ্রেণিতে ভর্তি ফি ৯ হাজার ৪০০ টাকাসহ চলতি মাস ও আগামী আগস্ট এবং সেপ্টেম্বরের ৭ হাজার ৮০০ টাকা পরিশোধের জন্য নোটিশ দিয়েছে কলেজ কর্তৃপক্ষ।
এ বিষয়ে নটর ডেম কলেজের অধ্যক্ষ হেমন্ত পিয়াস রোজারিও ‘কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে’ বলে আর কোনো মন্তব্য করতে রাজি হননি।