Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লকডাউনে ওয়ারীতে কোনো অব্যবস্থাপনা নেই—দাবি ডিএসসিসির


৪ জুলাই ২০২০ ১৫:৩৮ | আপডেট: ৪ জুলাই ২০২০ ১৭:২৬

ঢাকা: রাজধানীর ওয়ারীতে লকডাউন হওয়া এলাকায় কোনো অব্যবস্থাপনা নেই বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শাহ মো. এমদাদুল হক। তিনি বলেন, ‘লকডাউন এলাকায় আমাদের কোনো অব্যবস্থাপনা নেই। প্রতিটি কাজ সুচারুভাবে পালন করছি৷ তবে প্রথমদিন হিসেবে যদি কোনো ঘাটতি থেকে থাকে তা আগামী দিনগুলোতে ঠিক হয়ে যাবে।’

শনিবার (৪ জুলাই) দুপুরে ওয়ারীর লকডাউন এলাকার কার্যক্রম পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের এ কথা বলেন সিইও।

বিজ্ঞাপন

সিইও এমদাদুল হক বলেন, ‘আমাদের কোথাও কোন গ্যাপ নেই। ই-কমার্স রয়েছে, ভ্যান সার্ভিস রয়েছে তারা বিভিন্ন খাবার-দাবার নিয়ে ভেতরে অবস্থান করছে৷ ঔষধের ফার্মেসিগুলো খোলা রয়েছে। আমাদের দেড় শতাধিক স্বেচ্ছাসেবী তিন শিফটে কাজ করছে। এছাড়া আমাদের অফিসার ও বর্জ্য ব্যবস্থাপনার লোকজন পরিষ্কার-পরিছন্নতার কাজে নিয়োজিত রয়েছে।’

লকডাউন এলাকায় স্যাম্পল কালেকশন করা হচ্ছে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘এখানে দুজন ডাক্তার রয়েছেন যারা করোনায় আক্রান্ত ৪৬ জন রোগীর সঙ্গে যোগাযোগ করে চিকিৎসা সহায়তা দিচ্ছেন।’

স্থানীয় লোকজন লকডাউন অমান্য করার চেষ্টা করলে আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন, এমন প্রশ্নের জবাবে এমদাদুল হক বলেন, ‘লকডাউন হবে কি হবে না এটা আমাদের কোনো সিদ্ধান্ত নয়, সরকারের এ সিদ্ধান্ত দিয়েছে। আমরা শুধু সেটা বাস্তবায়ন করছি। স্থানীয় লোকজন যদি মনে করেন লক ডাউন করা ঠিক হয়নি এটা আমাদের বিষয় নয় এটা তাদের বিষয়।‘

তিনি জানান, ওয়ারীতে একটি করোনা অ্যাম্বুলেন্স ও একটি নয়ন করোনা অ্যাম্বুলেন্স রয়েছে। এছাড়া প্রাতিষ্ঠানিক কোয়ারেনটাইনের জন্য হাসপাতাল রেডি রয়েছে। আমাদের সবকিছু প্রস্তুত রয়েছে। প্রত্যেকটি বিষয়ে আমাদের শতভাগ প্রস্তুতি সুচারুভাবে পালিত হচ্ছে।

বিজ্ঞাপন

ওয়ারী করোনা ভাইরাস লক ডাউন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর