ফের কাঁপল দিল্লি, বাসিন্দাদের মধ্যে আতঙ্ক
৪ জুলাই ২০২০ ০২:১৪ | আপডেট: ৪ জুলাই ২০২০ ০২:৪২
ভারতের রাজধানী দিল্লিতে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যায় দিল্লিতে রিখটার স্কেলে ৪.৭ মাত্রার ভূমিকম্প ধরা পড়েছে বলে জানিয়েছে ভারতের স্থানীয় কর্তৃপক্ষ। এ নিয়ে গত ৪ মাসে শুধু দিল্লিতে ৬টি ভূমিকম্প হলো। এছাড়া গত এক সপ্তায় গোটা ভারতে মোট ২৫ বার হলো ছোটবড় ভূমিকম্প।
শুক্রবার সন্ধ্যায় ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল দক্ষিণ-পশ্চিম গুরুগ্রাম থেকে ৬০ কি.মি দূরে। ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ভারতের সংবাদমাধ্যমগুলোর খবরে জানা গেছে বার বার ভূকম্পনে আতঙ্ক বিরাজ করছে দিল্লিবাসীর মধ্যে।
এদিকে শুক্রবার দুপুরে মিজোরামেও ভূমিকম্প অনুভূত হয়েছে। দেশটির ন্যাশনাল সেন্টার অব সিসমোলজির পরিসংখ্যান জানাচ্ছে এ নিয়ে গত এক সপ্তায় মোট ২৫ বার কেঁপেছে ভারত।
পরিসংখ্যানে দেখা যায়, গত ২৬ জুন ভারতে ১০টি ভূমিকম্প হয়। এ দিন থেকে শুক্রবার পর্যন্ত মোট ২৫ বার কেঁপেছে ভারত। তবে এর বেশিরভাগই মৃদু মাত্রার যা শুধুমাত্র সিসমিক স্কেলে ধরা পড়েছে।