Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চবি ক্যাম্পাস ১৪ দিনের জন্য লকডাউন


৪ জুলাই ২০২০ ০০:৩৮ | আপডেট: ৪ জুলাই ২০২০ ০০:৪২

চট্টগ্রাম ব্যুরো: করোনাভাইরাসের (কোভিড-১৯) দ্রুত সংক্রমণের আশঙ্কায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ১৪ দিনের জন্য লকডাউন ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

শুক্রবার (৩ জুলাই) রাতে বিশ্ববিদ্যালয়েরর  রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এস এম মনিরুল হাসানের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, শনিবার (৪ জুলাই) থেকে শুক্রবার (১৭ জুলাই) পর্যন্ত ১৪ দিন চবি ক্যাম্পাস সর্বাত্মক লকডাউন করা হয়েছে। এই সময়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জরুরি প্রশাসনিক কার্যক্রম চট্টগ্রাম নগরীর চারুকলা ইনস্টিটিউট অফিস থেকে পরিচালিত হবে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার চবি’র সিন্ডিকেট সদস্যদের সঙ্গে জরুরি আলোচনার মাধ্যমে এই সিদ্ধান্ত নিয়েছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে, বৃহস্পতিবার (২ জুলাই) বিশ্ববিদ্যালয়ের এক কর্মচারী করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কর্মচারিদের কোয়ার্টার ১৪ দিনের জন্য অবরুদ্ধ করা হয়। অবরুদ্ধ করা কর্মচারীদের কোয়ার্টার শোভা কলোনি বিশ্ববিদ্যালয়ের উত্তর ক্যাম্পাসে অবস্থিত।

করোনা সংক্রমণ করোনাভাইরাস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চবি ক্যাম্পাস টপ নিউজ লকডাউন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর