Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছাত্রাবাস থেকে সার্টিফিকেট ফেলে দেওয়া সেই কেয়ারটেকার রিমান্ডে


৩ জুলাই ২০২০ ১৮:০৯ | আপডেট: ৩ জুলাই ২০২০ ২০:২৩

ঢাকা: রাজধানীর গ্রিন রোডের বেসরকারি সোনারগাঁও ইউনিভার্সিটির ৫০ শিক্ষার্থী তিন মাসের ভাড়া না দেওয়ায় তাদের সার্টিফিকেট ও মালামাল ফেলে দেওয়ার অভিযোগে আলিফ নামের একটি ছাত্রাবাস পরিচালনার দায়িত্বে থাকা কেয়ারটেকার খোরশেদ আলমের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শুক্রবার (৩ জুলাই) শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মাসুদুর রহমান এ রিমান্ডের আদেশ দেন।

এদিন খোরশেদকে ঢাকা মহানগর আদালতে হাজির করে মামলার তদন্তের স্বার্থে তিন দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে বিচারক একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

জানা যায়, রাজধানীর গ্রিন রোডের বেসরকারি সোনারগাঁও ইউনিভার্সিটির ৫০ শিক্ষার্থী রাজাবাজারে আলিফ নামের একটি ছাত্রাবাসে ভাড়া থাকতেন। করোনা পরিস্থিতিতে গত মার্চে বিশ্ববিদ্যালয় বন্ধ হলে শিক্ষার্থীরা তাদের কক্ষে তালা লাগিয়ে বাড়িতে চলে যান। কিছুদিন আগে জানতে পারেন, ছাত্রাবাস পরিচালনার দায়িত্বে থাকা খোরশেদ আলম গত এপ্রিল থেকে মে পর্যন্ত তিন মাসের ভাড়া না পেয়ে তালা ভেঙে ঘরে ঢুকে চেয়ার-টেবিল, বই খাতা, আসবাবপত্রসহ মালামাল সরিয়ে ফেলেন।

ওই ঘটনায় সোনারগাঁও ইউনিভার্সিটির শিক্ষার্থী মো. সোহান বাদী হয়ে কলাবাগান থানায় খোরশেদ আলমের বিরুদ্ধে চুরি মামলা দায়ের করেছিলেন।

আরও পড়ুন-

ভাড়া বাকি, মেস-হোস্টেল থেকে শিক্ষার্থীদের মালপত্র ডাস্টবিনে!

আলিফ ছাত্রাবাস ছাত্রাবাস ছাত্রাবাসের মালিকের রিমান্ড শিক্ষার্থীদের সার্টিফিকেট ফেলে দেওয়া