মা রান্নাঘরে, বিছানায় শিশু সন্তানের গলাকাটা মৃতদেহ
৩ জুলাই ২০২০ ১৭:৫৫ | আপডেট: ৩ জুলাই ২০২০ ২১:৫৬
ঢাকা: রাজধানীর আদাবরে একটি বস্তির ঘর থেকে সাদিয়া নামে চার মাস বয়সী এক শিশুর গলাকাটা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৩ জুলাই) বেলা ১টার দিকে আদাবর বাজার পানির পাম্পের পাশের একটি বস্তি থেকে শিশুটির মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পরে মৃতদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
শিশুটির বাবা শাজাহান মিয়া। মায়ের নাম মুর্শিদা বেগম।
আদাবর থানার ওসি শাহিদুজ্জামান জানান, ঘটনার সময় সাদিয়ার মা রান্নাঘরে ছিলেন। তার বাবা শাহজাহান ছিলেন।
ওসি আরও জানান, শিশুটির গলার সামনের দিকে অনেক অংশ কাটা ছিল। দেখে মনে হচ্ছে এটি হত্যাকাণ্ড। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।
আদাবর টপ নিউজ বস্তিঘরে শিশুর মৃতদেহ শিশু হত্যা শিশুর গলাকাটা মরদেহ সোহরাওয়ার্দী হাসপাতাল