রায়েরবাজারে তালাকপ্রাপ্ত স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু
৩ জুলাই ২০২০ ১৬:৩৯ | আপডেট: ৩ জুলাই ২০২০ ১৭:১২
ঢাকা: রাজধানীর রায়েরবাজারে মেকআপ রোড এলাকার এক বাসায় তালাকপ্রাপ্ত স্বামীর ছুরিকাঘাতে ঝর্ণা আক্তার (২৬) নামে এক নারীর মৃত্যু হয়েছে। হত্যাকারীর নাম মো. সোহাগ। ঘটনার পর সে পালিয়ে যায়।
শুক্রবার (৩ জুলাই) সকালের দিকে ঘটনাটি ঘটে।
মৃতদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে পুলিশ।
মোহাম্মদপুর থানার (ওসি) আবদুল লতিফ জানান, একমাস আগে ওই দম্পতির সংসার ভেঙে যায়। তারা মেকআপ রোডে এক বাড়ির নিচতলায় থাকত। তালাকের পর ঝর্ণা ওই বাসায় থেকে যায়। সোহাগ অন্য জায়গায় চলে যায়।
ওসি জানান, সোহাগ শুক্রবার সকালে ঝর্নার বাসায় যায়। এরপর কথাকাটাকাটির একপর্যায়ে রান্নাঘর থেকে শিল এনে ঝর্নার মাথায় আঘাত করে। এ সময় ঝর্নাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। ঘটনাস্থলেই ঝর্নার মৃত্যু হয়।
অভিযুক্ত সোহাগকে গ্রেফতারে চেষ্টা চলছে বলে ওসি জানান।