Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডেঙ্গু নিধনে ডিএনসিসিতে শনিবার থেকে ফের ১০ দিন চিরুনি অভিযান


৩ জুলাই ২০২০ ১৩:৫৮ | আপডেট: ৩ জুলাই ২০২০ ১৯:৪৯

ঢাকা: এডিস মশা বাহিত রোগ ডেঙ্গু প্রতিরোধে আগামীকাল শনিবার (৪ জুলাই) থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের সব ওয়ার্ডে ফের শুরু হচ্ছে ১০ দিনব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা বিষয়ক চিরুনি অভিযান।

শুক্রবার (৩ জুলাই) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক ভিডিও বার্তায় এ তথ্য জানান মেয়র আতিকুল ইসলাম।

তিনি বলেন, শুক্রবার ছাড়া বাকি দিনগুলোতে প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অভিযান চলবে। চিরুনি অভিযান পরিচালনার উদ্দেশ্যে প্রতিটি ওয়ার্ডকে ১০টি সেক্টরে ভাগ করা হয়েছে। আবার প্রতিটি সেক্টরকে ১০টি সাবসেক্টরে ভাগ করা হয়েছে। প্রতিদিন প্রতিটি ওয়ার্ডের একটি সেক্টরে, অর্থ্যাৎ ১০ দিনে ১০টি সাবসেক্টরে চিরুনি অভিযান পরিচালনা করা হবে। এভাবে আগামী ১০ দিনে পুরো ডিএনসিসিতে চিরুনি অভিযান শেষ করা হবে।

মেয়র আতিকুল আরও বলেন, প্রতিটি সাবসেক্টরে ডিএনসিসির চার জন পরিচ্ছন্নতাকর্মী ও একজন মশক নিধনকর্মী, অর্থাৎ প্রতিটি ওয়ার্ডে প্রতিদিন ৪০ জন পরিচ্ছন্নতাকর্মী ও ১০ জন মশককর্মী ডিএনসিসির আওতাধীন বিভিন্ন বাড়ি, স্থাপনা ও প্রতিষ্ঠানে গিয়ে কোথাও এডিস মশার লার্ভা আছে কি না, কিংবা কোথাও তিন দিনের বেশি পানি জমে আছে কি না, কিংবা এডিসের বংশবিস্তারে সহায়ক ময়লা-আবর্জনা আছে কি না— এসব বিষয় পরীক্ষা করবেন।

মেয়র জানান, চিরুনি অভিযান চলাকালে ডিএনসিসির তিন জন কীটতত্ত্ববিদ, স্বাস্থ্য বিভাগ ও বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তারাও দিকনির্দেশনা দেবেন। সেই সঙ্গে স্বাস্থ্য অধিদফতর থেকে ৯ জন কীটতত্ত্ববিদ এবং ছয় জন চিকিৎসক ডিএনসিসির সঙ্গে কাজ করবে।

আতিকুল ইসলাম বলেন, চিরুনি অভিযান চলাকালে যেসব বাড়ি বা স্থাপনায় এডিস মশার লার্ভা কিংবা এডিস মশা বংশবিস্তারের উপযোগী পরিবেশ পাওয়া যাবে, তার ছবি-ঠিকানা, মোবাইল নম্বরসহ অন্যান্য প্রয়োজনীয় তথ্য তাৎক্ষণিকভাবে একটি অ্যাপে সংরক্ষণ করা হবে। এর ফলে চিরুনি অভিযান শেষে ডিএনসিসির কোন কোন এলাকায় এডিস মশা বংশবিস্তার করে, তার একটি ডাটাবেজ তৈরি হবে। ডাটাবেজ অনুযায়ী পরেও তাদের মনিটরিং করা হবে।

বিজ্ঞাপন

চিরুনি অভিযানের সঙ্গে সঙ্গে এডিস মশা নিয়ন্ত্রণে ডিএনসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে মোবাইল কোর্টও পরিচালিত হবে বলে জানান মেয়র। তিনি বলেন, চিরুনি অভিযান সর্বাত্মকভাবে সফল করতে আমি ওয়ার্ড কাউন্সিলর, সংরক্ষিত আসনের কাউন্সিলর, গণমাধ্যম কর্মীগণ ও ডিএনসিসির সর্বস্তরের জনগণকে আহ্বান জানাই।

তিনি আরও বলেন, নগরবাসীর প্রতি আমার আহ্বান, আপনার বাড়ি বা স্থাপনার ভেতরে, বাইরে, আশপাশে কোথাও পানি জমে থাকলে এক্ষুনি ফেলে দিন। তিন দিনে এক দিন জমা পানি ফেলে দিন। ডেঙ্গু থেকে আপনি সুরক্ষিত থাকুন, আপনার পরিবারকেও সুরক্ষিত রাখুন।

চিরুনি অভিযান টপ নিউজ ডিএনসিসি ডেঙ্গু ডেঙ্গু নিধন ঢাকা উত্তর সিটি করপোরেশন মশককর্মী মেয়র আতিকুল ইসলাম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর