Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভেজাল স্যাভলন বিক্রি: ব্যবসায়ী কারাগারে


৩ জুলাই ২০২০ ০৩:১৩

ঢাকা: রাজধানী কোতোয়ালি থানায় ভেজাল স্যাভলন বিক্রির অভিযোগে দায়ের করা মামলায় ইকবাল (২৮) নামে এক ব্যবসায়ীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২ জুলাই) শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান এ আদেশ দেন।

এসময় কোতয়ালি থানায় দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় তদন্ত কর্মকর্তা আসামি ইকবালকে আদালতে হাজির করেন। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক ইকবালকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে, বুধবার (১ জুলাই) রাজধানীর কোতোয়ালি থানা এলাকা থেকে ভেজাল স্যাভলন বিক্রির সময় ইকবালকে গ্রেফতারর করে পুলিশ। ওই ঘটনায় তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে পুলিশ।

ব্যবসায়ী কারাগারে ভেজাল স্যাভলন ভেজাল স্যাভলন বিক্রি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর