Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেপরোয়া গাড়ি কেড়ে নিলো ৩ জনের প্রাণ


৩ জুলাই ২০২০ ০২:৪৩ | আপডেট: ৩ জুলাই ২০২০ ১০:০০

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের তাড়াশের মান্নান নগরে অজ্ঞাতপরিচয় এক গাড়ির চাপায় তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) রাত পৌনে ৮টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে তাড়াশ উপজেলার হামকুড়িয়া চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলেন নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার দড়ি বামনগাড়া গ্রামের ইউসুফ আলা শাহার ছেলে মনিরুল ইসলাম শাহা (৩৬), একই গ্রামের মুছা শাহার ছেলে শাকিল মিয়া (২০) ও আয়েজ উদ্দিনের ছেলে আশরাফুল ইসলাম (৩০)।

বিজ্ঞাপন

হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহেল বাকী জানান, নিহত দুই ব্যবসায়ী হাটিকুমরুল থেকে ১১ ড্রাম সয়াবিন তেল নিয়ে শ্যালো ইঞ্জিনচালিত ভটভটিতে গুরুদাসপুর যাচ্ছিলেন। ভটভটিটি হামকুড়িয়া মান্নান নগর বাজার অতিক্রম করার পর সেটি বিকল হয়ে যায়। এ অবস্থায় ভটভটির চালকসহ তেল ব্যবসায়ীরা গাড়ি থেকে নেমে রাস্তায় দাঁড়ান। তখন দ্রুতগতির অজ্ঞাত কোনো গাড়ি তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে তিনজন মারা যান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিনজনের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

গাড়িচাপা টপ নিউজ সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর