করোনা উপসর্গ নিয়ে রাবির ইমেরিটাস অধ্যাপকের মৃত্যু
২ জুলাই ২০২০ ২২:১৪ | আপডেট: ২ জুলাই ২০২০ ২২:৩১
রাজশাহী বিশ্ববিদ্যালয়: করোনাভাইরাসে (কোভিড-১৯) উপসর্গ নিয়ে মারা গেলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ফকরুল ইসলাম (৮৬)। বৃহস্পতিবার (২ জুলাই) দুপুর দেড়টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ওয়ার্ডে তিনি মৃত্যুবরণ করেন।
ড. ফকরুল ইসলাম রাবির ফলিত রসায়ন বিভাগের ইমেরিটাস অধ্যাপক ছিলেন। তার বাড়ি রাজশাহী নগরীর কাজিহাটা এলাকায়।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে রাবির ভারপ্রাপ্ত ছাত্র উপদেষ্টা ও প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান বলেন, দুপুর ১টার দিকে তাকে অসুস্থ অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। করোনা উপসর্গ ছিল বলে তাকে আইসোলেশন ওয়ার্ডে তাকে রাখা হয়। তবে করোনা পরীক্ষার আগেই তিনি মৃত্যুবরণ করেন।
ফকরুল ইসলামের মরদেহ দাফনের জন্য কোয়ান্টাম ফাউন্ডেশনের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।