Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘মানুষ একাত্তরের মতো এক হয়ে করোনার বিরুদ্ধে লড়ছে’


২ জুলাই ২০২০ ১৯:৩৫

চট্টগ্রাম ব্যুরো: একাত্তরের মুক্তিযুদ্ধের মতো এদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই করছে বলে মন্তব্য করেছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

বৃহস্পতিবার (২ জুলাই) নগরীর চট্টগ্রাম করোনা আইসোলেশন সেন্টারে চিকিৎসা সরঞ্জাম প্রদান অনুষ্ঠানে এ মন্তব্য করেন নওফেল।

প্রধান অতিথির বক্তব্যে উপমন্ত্রী নওফেল বলেন, ‘করোনা সংকটের শুরু থেকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাস্থ্যকর্মীদের মাঝে সাহস যুগিয়ে যাচ্ছেন। সবাইকে এই যুদ্ধে মাঠে থাকার প্রেরণা যুগিয়ে যাচ্ছেন। প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী থেকে শুরু করে সবাইকে এই সংকট মোকাবিলায় মাঠে নামিয়েছেন। ১৯৭১ সালে যেভাবে দেশবাসী ঐক্যবদ্ধ হয়ে মুক্তিযুদ্ধ করেছিল, আজ ঠিক তেমনিভাবে দেশের মানুষ এক হয়ে বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই করছে।’

নগরীর পাঁচলাইশের প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলের পক্ষ থেকে করোনা আইসোলেশন সেন্টারকে একটি আধুনিক এক্স-রে মেশিন দেওয়ায় উপমন্ত্রী তাদের ধন্যবাদ জানান।

ওই স্কুলে সরঞ্জাম হস্তান্তর অনুষ্ঠানে নওফেল আরও বলেন, ‘করোনা আইসোলেশন সেন্টার জনগণের মনে আস্থা তৈরি করতে পেরেছে। চিকিৎসা পেতে সাধারণ মানুষ সেখানে যাচ্ছে। এই ধরনের উদ্যোগ আমাদের করোনার বিরুদ্ধে যুদ্ধে জয়ী করবে।’

‘তবে এই যুদ্ধে সম্পূর্ণ জয়ী হতে হলে সবাইকে বিশ্ব স্বাস্থ্যসংস্থার নির্দেশনা ও সামাজিক দূরত্ব মেনে চলতে হবে। নিরাপদ দূরত্ব মেনে চলতে এবং মাস্ক পরতে হবে’- বলেন শিক্ষা উপমন্ত্রী।

প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালনা পরিষদের চেয়ারম্যান আশরাফুল হক খান স্বপনের সভাপতিত্বে এক্স-রে মেশিন হস্তান্তর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. মিজানুর রহমান, সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি, নগর আওয়ামী লীগের সহ-সভাপতি আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বদিউল আল, আইনজীবী জিনাত সোহানা চৌধুরী।

বিজ্ঞাপন

এ সময় আরও উপস্থিত ছিলেন করোনা আইসোলেশন সেন্টারের পরিচালক মো. সাজ্জাত হোসেন ও অন্যতম উদ্যোক্তা সাবেক ছাত্রলীগ নেতা নুরুল আজিম রনি।

একাত্তর করোনা মহিবুল হাসান চৌধুরী নওফেল মানুষ যুদ্ধ শিক্ষা উপমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর