Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিয়ানমারে খনিতে ভূমিধস: মৃতের সংখ্যা বেড়ে ১১৬


২ জুলাই ২০২০ ১৭:৩০ | আপডেট: ২ জুলাই ২০২০ ২০:৪২

মিয়ানমারের উত্তরাঞ্চলীয় কচিন রাজ্যের হপকান্ত এলাকাস্থ এক রত্ন-খনিতে ভূমিধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১১৬ তে দাঁড়িয়েছে। এই প্রতিবেদন লেখা অবধি উদ্ধার অভিযান অব্যাহত থাকার খবর পাওয়া গেছে। খবর অ্যাসোসিয়েটেড প্রেস।

এদিকে অ্যাসোসিয়েটেড প্রেস জানাচ্ছে, মিয়ানমারের তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে মৃতের সংখ্যা ১১৬ বলা হলেও, স্থানীয় উদ্ধারকর্মীদের চেয়ারম্যান খিন মং উইন জানিয়েছেন, ১১৩ জনের মরদেহ তারা শনাক্ত করতে পেরেছেন।

বিজ্ঞাপন

এর আগে, ভারি বৃষ্টিপাতের কারণে বৃহস্পতিবার (২ জুলাই) ভোরে রত্ন-খনিতে ভূমিধসের ঘটনা ঘটে।

মিয়ানমারে খনিতে ভূমিধস, মৃত ৫০

এ ব্যাপারে এক ফেসবুক পোস্টে ফায়ার সার্ভিস জানিয়েছে, অতিবৃষ্টিতে খনির অভ্যন্তরে ভূমিধসের সৃষ্টি হয়। খনি শ্রমিকরা পাথর সংগ্রহ করার সময় দুর্ঘটনার কবলে পড়েন। হতাহতদের উদ্ধারে তারা অভিযান অব্যাহত আছে।

অন্যদিকে, হপকান্তের ওই খনিগুলো থেকে মূল্যবান ‘জেড’ পাথর প্রতিবেশী দেশ চীনে রফতানি করা হয়। বড় কোম্পানিগুলোর অনুসন্ধানের পরও পতিত রত্নের সন্ধানে খনিগুলোতে স্থানীয় শ্রমিকদের দিয়ে সন্ধান করানো হয়। দুর্বল খনি ব্যবস্থাপনার কারণে প্রতিবছরই খনিতে দুর্ঘটনায় পতিত হয়ে শ্রমিকদের প্রাণহানির ঘটনা ঘটে।

টপ নিউজ ভূমিধস মিয়ানমার মৃত্যু

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

আরো

সম্পর্কিত খবর