Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রোহিঙ্গা ইস্যুতে ৩০৪ কোটি দিচ্ছে ইইউ


২ জুলাই ২০২০ ১৬:৫৩ | আপডেট: ২ জুলাই ২০২০ ১৮:৪৫

ঢাকা: বাংলাদেশের একাধিক শিবিরে আশ্রয় নেওয়া ১১ লাখেরও বেশি সংখ্যক মিয়ানমারের নাগরিক বা রোহিঙ্গা জনগোষ্ঠীর সুরক্ষা এবং কক্সবাজারের স্থানীয় উন্নয়নে প্রায় ৩০৪ কোটি টাকা সহায়তার ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ইইউ-এর ঢাকা মিশন থেকে বৃহস্পতিবার (২ জুলাই) এক বার্তায় এই তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়, আর্থিক সহায়তার প্রায় ১১৪ কোটি টাকা কোভিড-১৯ প্রতিরোধে এবং প্রায় ১৯০ কোটি টাকা স্থাানীয় জনগোষ্ঠী ও আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের শিক্ষা, পুষ্টি ও খাদ্য নিরাপত্তা, পানি, স্যানিটেশন এবং পরিচ্ছনন্নতা কাজে ব্যয় করা হবে।

বিজ্ঞাপন

ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত রেনজি তেরিঙ্ক বলেন, ‘আর্থিক এই সহায়তা চলমান রোহিঙ্গা সংকটকে মোকাবিলা করতে বাংলাদেশকে সহায়তা করবে। পাশাপাশি রোহিঙ্গা জনগোষ্ঠী এবং কক্সবজারের স্থানীয় জনগোষ্ঠীর জন্য এই আর্থিক সহায়তা চলমান দুর্যোগে করোনা মোকাবিলা করতে কাজে দেবে।

বার্তায় আরও জানান হয়, ইইউ’র এই আর্থিক সহায়তার প্রকল্পগুলো জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর), জাতিসংঘের শিশু তহবিল (ইউনিসেফ) এবং জাতিসংঘের প্রকল্প কার্যালয় (ইউএনওপিএস) বাস্তবায়ন করবে।

অর্থ মিয়ানমারের নাগরিক রোহিঙ্গা সহায়তা

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর