ডিএনসিসির হোল্ডিং ট্যাক্স ও লাইসেন্স ফি নবায়নের সময় বাড়লো
২ জুলাই ২০২০ ১৬:০৪ | আপডেট: ২ জুলাই ২০২০ ১৮:৩৫
ঢাকা: জরিমানা বা সারচার্জ ছাড়াই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) আওতাধীন হোল্ডিং ট্যাক্স পরিশোধ ও ট্রেড লাইসেন্স নবায়নের সময়সীমা তিনমাস বাড়ানো হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় ডিএনসিসির মেয়র মো. আতিকুল ইসলামের বরাত দিয়ে তথ্যটি নিশ্চিত করেন জনসংযোগ কর্মকর্তা এ এস এম মামুন।
তিনি জানান, করোনাভাইরাসের প্রাদুর্ভাব বিবেচনা করে বকেয়া হোল্ডিং ট্যাক্সের ওপর ১৫% সারচার্জ ছাড়াই জমা দেওয়ার সময়সীমা ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।
সেই সঙ্গে ব্যবসায়ীদের জন্য জরিমানা ছাড়াই ট্রেড লাইসেন্স নবায়ন ফি পরিশোধের সময়সীমাও আগামী ৩০ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত বাড়ানো হয়েছে। এ জন্য কোনো জরিমানা বা সারচার্জ নেওয়া হবে না।