Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২৪ ঘণ্টায় শনাক্তের রেকর্ড, আক্রান্ত ছাড়ালো দেড় লাখ


২ জুলাই ২০২০ ১৪:৫৩ | আপডেট: ২ জুলাই ২০২০ ২০:০১

ঢাকা: করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ শনাক্তের নতুন রেকর্ড হয়েছে। গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ১৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১ লাখ ৫৩ হাজার ২৭৭ জন। একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৩৮ জন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৯২৬ জন।

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে কোভিড-১৯ সংক্রান্ত স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন বুলেটিনে এসব তথ্য তুলে ধরেন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

বিজ্ঞাপন

অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৭০টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়েছে। এই সময়ে নমুনা সংগ্রহ হয়েছে ১৭ হাজার ৯৪৭টি। আগের দিনের নমুনাসহ মোট নমুনা পরীক্ষা হয়েছে ১৮ হাজার ৩৬২টি। এ নিয়ে দেশে মোট ৭ লাখ ২ হাজার ৬৯৭টি নমুনা পরীক্ষা করা হলো।

বুলেটিনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় যেসব নমুনা পরীক্ষা হয়েছে এর মধ্যে ৪ হাজার ১৯ জনের শরীরে কোভিড-১৯-এর উপস্থিতি পাওয়া গেছে। একদিনে এর আগে এত বেশি কোভিড রোগী শনাক্ত হয়নি। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৫৩ হাজার ২৭৭ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ বিবেচনায় শনাক্তের হার ২১ দশমিক ৮৯ শতাংশ। আর এ পর্যন্ত নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৯ দশমিক ১ শতাংশ।

ডা. নাসিমা সুলতানা জানান, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৩৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১ হাজার ৯২৬ জন। আক্রান্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ২৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ৩২ জন পুরুষ এবং ৬ জন নারী।

বিজ্ঞাপন

অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত আরও ৪ হাজার ৩৩৪ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হলেন ৬৬ হাজার ৪২৪ জন। আক্রান্ত বিবেচনায় সুস্থতার হার ৪৩ দশমিক ৩৫ শতাংশ।

অনলাইন বুলেটিন করোনা টপ নিউজ ডা. নাসিমা সুলতানা ব্রিফিং স্বাস্থ্য অধিদফতর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর