রাজনৈতিক দল নিবন্ধন আইনের প্রক্রিয়া উদ্দেশ্যপ্রণোদিত: বিএনপি
১ জুলাই ২০২০ ১৮:৩৮ | আপডেট: ১ জুলাই ২০২০ ২১:১৩
ঢাকা: ‘রাজনৈতিক দল নিবন্ধন আইন-২০২০’ নামে নতুন আইন প্রণয়নের প্রক্রিয়াকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিহিত করেছে বিএনপি। এই আইন প্রণয়নের প্রক্রিয়া নির্বাচন কমিশনকে (ইসি) স্থগিত করার দাবি জানিয়ে দলটি বলছে, খসড়া আইন নিয়ে বিএনপি কোনো মতামত জানাবে না।
বুধবার (১ জুলাই) বিকেলে নির্বাচন কমিশন সচিবের সঙ্গে বৈঠক শেষে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল সাংবাদিকদের এসব কথা বলেন।
এর আগে, আলালের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল ইসি সচিবের সঙ্গে সাক্ষাৎ করে। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের লিখিত দাবি সম্বলিত একটি চিঠি হস্তান্তর করা হয়। প্রতিনিধি দলে আলালের সঙ্গে ছিলেন দলের আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল এবং সংসদ সদস্য হারুনুর রশীদ ও মোশারফ হোসেন।
পরে মোয়াজ্জেম হোসেন আলাল সাংবাদিকদের বলেন, করোনা মহামারির এই সময়ে সব মানুষ যখন জীবন-জীবিকা রক্ষায় নিবদ্ধ, তখন কমিশনের এ উদ্যোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। কেননা, খসড়া আইনে বলা হয়েছে, পর পর দু’বছর নির্বাচনে অংশ না নিলে নিবন্ধন বাতিল হবে। বিএনপি একবার নির্বাচনে অংশ নেয়নি। তাই বিএনপিকে রাজনীতির মাঠ থেকে দূরে রাখতে এটি একটি কৌশল।
তিনি বলেন, খসড়া আইনে বেশকিছু অসঙ্গতি রয়েছে। আমরা এগুলো ইসি সচিব মো. আলমগীরের কাছে তুলে ধরেছি। একইসঙ্গে যেহেতু আইন প্রণয়নের এটি সময় নয়, তাই কার্যক্রমটি স্থগিত রাখার দাবি জানিয়েছি।
বিএনপির এই যুগ্ম মহাসচিব আরও বলেন, ইসি সচিব আমাদের জানিয়েছেন, কমিশনের কাছে আমাদের দাবিগুলো তুলে ধরে আলোচনা করবেন। তারপর যে সিদ্ধান্ত আসে, তা আমাদের জানিয়ে দেবেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আলাল বলেন, যেহেতু আমরা আইন প্রণয়নের প্রক্রিয়াটিই স্থগিতের দাবি জানিয়েছি, তাই আমরা মতামত দিইনি। কমিশনের পরবর্তী সিদ্ধান্ত অনুযায়ী দলের বৈঠকে আলোচনা করে আমাদের করণীয় ঠিক করব।
রাজনৈতিক দলগুলোকে নিবন্ধন দিতে আগে থেকেই বেশকিছু শর্ত অনুসরণ করে আসছে ইসি। এর বাইরে আরও কিছু শর্ত আরোপের উদ্যোগ নেওয়া হয়েছে। সে লক্ষ্যেই কমিশন বর্তমান আইনে সংশোধনী এনে ‘রাজনৈতিক দল নিবন্ধন আইন, ২০২০’ নামে একটি খসড়া প্রস্তত করে রাজনৈতিক দলগুলোর কাছে মতামত চেয়েছে। আগামী ৭ জুলাই পর্যন্ত সময় দেওয়া হয়েছে মতামত দেওয়ার জন্য।