করোনার নমুনা পরীক্ষার ফল মেলেনি ৬ দিনেও, পুলিশ সদস্যের মৃত্যু
১ জুলাই ২০২০ ১৭:৪৭ | আপডেট: ১ জুলাই ২০২০ ২০:১০
চট্টগ্রাম ব্যুরো: করোনাভাইরাসে সংক্রমণের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। করোনা পরীক্ষার জন্য নমুনা দেওয়ার ছয়দিনের মাথায় ওই পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। তবে এখনও নমুনা পরীক্ষার ফল আসেনি।
বুধবার (১ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে করোনায় আক্রান্তদের চিকিৎসায় নির্ধারিত চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
মৃত আ ফ ম জাহেদ (৪২) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক বিভাগের উত্তর জোনে কনস্টেবল পদে কর্মরত ছিলেন বলে জানিয়েছেন অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি-মিডিয়া) আবু বক্কর সিদ্দিক।
এডিসি আবু বক্কর সিদ্দিক জানান, করোনার উপসর্গ থাকায় গত ২৩ জুন থেকে কনস্টেবল জাহেদ চিকিৎসকের পরামর্শে নিজ বাসায় কোয়ারেনটাইনে থেকে চিকিৎসা নিচ্ছিলেন। ২৫ জুন তিনি করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। শারীরিক অবস্থার অবনতি হলে ৩০ জুন রাতে তাকে নগরীর দামপাড়ায় পুলিশ লাইন হাসপাতালে নেওয়া হয়।
ওই রাতেই তাকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। ২৫ জুন দেওয়া করোনার নমুনা পরীক্ষার প্রতিবেদন এখনও আসেনি। মৃত্যুর পর আবারও নমুনা নেওয়া হয়েছে বলে এডিসি আবু বক্কর জানিয়েছেন।
করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে এ পর্যন্ত চট্টগ্রামে ছয়জন পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।