Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘পশুর হাট সংক্রমণের হার আরও বাড়িয়ে দেবে বলে আশঙ্কা রয়েছে’


১ জুলাই ২০২০ ১৫:১০

ওবায়দুল কাদের, ফাইল ছবি

ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘কোরবানির পশুর হাট সংক্রমণের হার আরও বাড়িয়ে দেওয়ার আশঙ্কা রয়েছে। এ বিষয়ে আমাদের গভীরভাবে চিন্তাভাবনা করে কার্যকর একটা গাইডলাইন তৈরি করতে হবে। প্রয়োজনে পশুর হাটের সংখ্যা কমিয়ে আনতে হবে। যত্রতত্র পশুরহাটের অনুমতি দেওয়া যাবে না। কঠোরভাবে স্বাস্থ্যবিধি পালন না করলে কোরবানির পশুর হাট স্বাস্থ্যঝুঁকি ভয়ানক মাত্রায় নিয়ে যেতে পারে।’

বিজ্ঞাপন

বুধবার (১ জুলাই) ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে নিয়মিত ব্রিফিংয়ে এসব পরামর্শ দেন।

ওবায়দুল কাদের বলেন, ‘সংক্রমণের চলমান পর্যায়ে নতুন করে উদ্বেগ-উত্কণ্ঠা নিয়ে এসেছে ঈদুল আযহা উপলক্ষে পশুর হাট। কোরবানির পশুর হাট সংক্রমণের হার আরও বাড়িয়ে দেওয়ার আশঙ্কা রয়েছে। তাই আমি সংশ্লিষ্টদের এ বিষয়ে আগাম করণীয় নির্ধারণের আহ্বান জানাচ্ছি। এক্ষেত্রে মনে রাখতে হবে, মহাসড়কের ওপর কিংবা পাশে পশুর হাটের অনুমতি দেওয়া যাবে না। অনুমতি প্রদানের ক্ষেত্রে সংশ্লিষ্টদের আগেই সর্তকতা অবলম্বন করতে হবে।’

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘দেশের ৯টি জেলায় বন্যা দেখা দিয়েছে, করোনার পাশাপাশি ঘূর্ণিঝড় আম্পানের রেশ না কাটতেই বন্যার পানিতে ডুবে যাচ্ছে বসতবাড়ি, কৃষকের ফসল, মানুষের স্বপ্ন।‘

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রয়োজনীয় নির্দেশনা অনুযায়ী বন্যা কবলিত জেলাসমূহে পাঠানো হচ্ছে ত্রাণ সহায়তা। আমাদের আস্থার প্রাচীর, মনোবলের আলোকশিখা প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি বিষয়ে নিবিড়ভাবে মনিটর করছেন। তিনি সকলকে ঐক্য এবং সাহসিকতার সাথে এ সকল দুর্যোগ উত্তরনে কাজ কারারও আহ্বান জানান বলেও উল্লেখ করেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রশাসনের পাশাপাশি বন্যার্ত মানুষের পাশে দাঁড়াতে সময়ের সাহসী যোদ্ধা, মানবিক ও জনবান্ধব আওয়ামী লীগ নেতা-কর্মীদের আহ্বান জানান।

ওবায়দুল কাদের বলেন, ‘নানান প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় ইতোমধ্যে বাংলাদেশ যে সক্ষমতা দেখিয়েছে প্রধানমন্ত্রীর নেতৃত্বে সেই ধারাবাহিকতায় এবারও অসহায় মানুষের পাশে থেকে দুর্যোগ মোকাবিলায় সক্ষম হবো ইনশাআল্লাহ।’

বিজ্ঞাপন

করোনা মোকাবিলায় সরকার নতুন করে ঢাকা মহানগরী ও কিছু জেলার নির্দিষ্ট স্থানে লকডাউন কার্যকর করেছে, সেসব স্থানে ইতিবাচক ফল এসেছে বলে জনস্বাস্থ্য বিশেষজ্ঞগণ জানিয়েছেন বলেও জানান ওবায়দুল কাদের। তিনি ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করতে হবে এবং সরকারকে সহযোগিতা করার পাশাপাশি এই আপাতত বিচ্ছিন্নতা সকলের কল্যাণের জন্য মেনে নেওয়ার আহ্বান জানান।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘সংক্রমণ এখন ছড়িয়ে পড়েছে, এ রোগ মহামারী আকারে ছড়িয়ে পড়লে তা সীমাবদ্ধ সুযোগ দিয়ে নিয়ন্ত্রণ হবে কষ্টসাধ্য, সমসাময়িক বিশ্ব প্রেক্ষাপটে তার প্রমাণ পেয়েছি।‘

তিনি এ পরিস্থিতিতে নিজের দায়িত্ব নিজেকে নেওয়ার অনুরোধ করে সকলের প্রতি অনুরোধ করে মন্ত্রী বলেন, স্বাস্থ্যবিধি মেনে, সমাজিক দূরত্ব ও শারীরিক দূরত্ব বজায় রেখে চলি, সামান্যতম অবহেলা আর উদাসীনতা আমাদের প্রিয়জন থেকে দূরে সরিয়ে দেবে। এই চিরচেনা জগতটাকে করে দিবে অচেনা, স্বপ্নের রঙে সাজানো বর্ণিল পৃথিবী হয়ে যাবে বিবর্ণ।‘

আওয়ামী লীগের সাধারণ নমুনা পরীক্ষার ফি নির্ধারণের বিষয়টি সম্প্রতি আলোচিত হচ্ছে উল্লেখ করে বলেন, এতে অসহায় দরিদ্র মানুষ পরীক্ষা থেকে দূরে থাকবে বলে বিশ্লেষকেরা জানিয়েছেন, ফলে সংক্রমণ আরও দ্রুতগতিতে ছড়িয়ে পড়বে।‘

দরিদ্র ও অসহায় মানুষের সামার্থ্য বিবেচনায় নিয়ে ফি নির্ধারণের বিষয়টি যৌক্তিক পর্যায়ে রাখার আহ্বান জানান সংশ্লিষ্টদের প্রতি। তিনি গরীব খেটে খাওয়া মানুষের ফি দেওয়ার সামার্থ্য নেই, তারা পরীক্ষার বাইরে থেকে যাবে, বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানান।

কাদের কোরবানি পশুর হাট

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর