Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২৪ ঘণ্টায় আরও ৪১ জনের মৃত্যু, শনাক্ত ৩৭৭৫


১ জুলাই ২০২০ ১৪:৪২ | আপডেট: ১ জুলাই ২০২০ ২০:৩৯

ঢাকা: গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মারা গেছেনস ৪১ জন। একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত ৩ হাজার ৭৭৫ জন শনাক্ত হয়েছেন এবং সুস্থ হয়েছেন ২ হাজার ৪৮৪ জন।

এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট ১ হাজার ৮৮৮ জন মারা গেলেন। আর করোনাভাইসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১ লাখ ৪৯ হাজার ২৫৮ জনে। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৬২ হাজার ১০২ জন।

বুধবার (১ জুলাই) দুপুরে কোভিড-১৯ সংক্রান্ত স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন বুলেটিনে এসব তথ্য তুলে ধরেন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৬৯টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়েছে। নতুন করে যুক্ত হয়েছে গাজীপুরের ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ। করোনা পরীক্ষায় এগিয়ে আসার জন্য তাদের ধন্যবাদ। ৬৯টি ল্যাবে এদিন নমুনা সংগ্রহ হয়েছে ১৬ হাজার ৮৯৮টি। আগের দিনের নমুনাসহ মোট নমুনা পরীক্ষা হয়েছে ১৭ হাজার ৮৭৫টি। এ নিয়ে দেশে মোট ৭ লাখ ৮৪ হাজার ৩৩৫টি নমুনা পরীক্ষা করা হলো।
বুলেটিনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় যেসব নমুনা পরীক্ষা হয়েছে, এর মধ্যে ৩ হাজার ৭৭৫ জনের শরীরে কোভিড-১৯-এর উপস্থিতি পাওয়া গেছে। এ নিয়ে দেশে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ লাখ ৪৯ হাজার ২৫৮ জনে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ বিবেচনায় শনাক্তের হার ২১ দশমিক ১২ শতাংশ। আর এ পর্যন্ত নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৯ দশমিক ০৩ শতাংশ।

এদিকে, করোনাভাইরাসে আক্রান্ত ৪১ জন গত ২৪ ঘণ্টায় মারা গেছেন। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৮৮৮ জনে। আক্রান্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ২৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে পুরুষ ৩৮ জন, নারী তিন জন। এদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ২৩ জন, বাসায় মারা গেছেন ১৮ জন।

বিজ্ঞাপন

গত ২৪ ঘণ্টায় যে ৪১ জন মারা গেছেন তাদের মধ্যে সর্বোচ্চ ১৭ জন চট্টগ্রাম বিভাগের। এছাড়া ঢাকা বিভাগের ১৩ জন, খুলনা বিভাগের ৫ জন, বরিশাল বিভাগের ৩ জন, সিলেট বিভাগের ২ জন ও রংপুর বিভাগের একজন মারা গেছেন।

অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় আরও ২ হাজার ৪৮৪ জন করোনায় আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হলেন ৬২ হাজার ১০২ জন। আক্রান্ত বিবেচনায় সুস্থতার হার ৪১ দশমিক ৬১ শতাংশ।

অধ্যাপক ডা. নাসিমা সুলতানা অনলাইন বুলেটিন করোনাভাইরাস করোনায় আক্রান্ত করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু কোভিড-১৯ সংক্রমণ শনাক্ত স্বাস্থ্য অধিদফতর

বিজ্ঞাপন

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর