Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শুধু জুনেই শনাক্ত ৯৮ হাজার, মৃত্যু প্রায় ১২শ


১ জুলাই ২০২০ ০৯:০০ | আপডেট: ১ জুলাই ২০২০ ১৫:৪২

নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ বিশ্বের অনেক দেশেই কমে এলেও বাংলাদেশে এই ভাইরাসের সংক্রমণ কমার কোনো লক্ষণ নেই। বরং দিন দিন এই সংক্রমণের হার বাড়ছেই। আরও বেশি বেশি মানুষ আক্রান্ত হচ্ছেন, মারা যাচ্ছেন আগের চেয়েও বেশি মানুষ। এমন পরিস্থিতিতে জুন মাসের পরিসংখ্যান বলছে, কেবল এই মাসেই ৯৮ হাজারের বেশি সংক্রমণ শনাক্ত হয়েছে দেশজুড়ে। আর এ মাসে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেনও প্রায় ১২শ মানুষ। মৃত্যু ও সংক্রমণ শনাক্তের এই পরিমাণ এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু ও শনাক্ত— উভয়েরই প্রায় দুই-তৃতীয়াংশ।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩০ জুন) স্বাস্থ্য অধিদফতরের কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত অনলাইন বুলেটিনে শেষ দিনের বিভিন্ন তথ্য ‍তুলে ধরা হয়। বলা হয়, শেষ ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৬৮২, এই সময়ে মারা গেছেন ৬৪ জন। এর আগে একদিনে এত বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়ে মারা যাননি।

আরও পড়ুন- মৃত্যু আরও ৩৮ জনের, লাখ ছাড়াল শনাক্ত

শেষ ২৪ ঘণ্টার এই হিসাবে দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪৫ হাজার ৮৮৩ জনে। এদিকে, জুনের ৩০ দিনের তথ্য বলছে, এই মাসে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৯৮ হাজার ৩৩০ জন। অর্থাৎ ৮ মার্চ প্রথম সংক্রমণ শনাক্ত হওয়ার পর থেকে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত যত ব্যক্তি শনাক্ত হয়েছেন, তার তিন ভাগের দুই ভাগই শনাক্ত হয়েছেন এই জুন মাসে। সুনির্দিষ্টভাবে এর পরিমাণ ৬৭ দশমিক ৫৮ শতাংশ।

এদিকে, ৩০ জুন পর্যন্ত দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৮৪৭ জনে। অন্যদিকে, কেবল জুন মাসেই মারা গেছেন ১ হাজার ১৯৭ জন। এ ক্ষেত্রেও দেখা গেছে, করোনায় মোট মৃত্যুর প্রায় দুই-তৃতীয়াংশ ঘটেছে এই জুন মাসে। সুনির্দিষ্টভাবে বললে, ৬৪ দশমিক ৮১ শতাংশ মৃত্যুর ঘটনাই ঘটেছে এই মাসে।

সপ্তাহভিত্তিক তথ্য

জুন মাসের চার সপ্তাহের তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়— কেবল শেষ, অর্থাৎ চতুর্থ সপ্তাহে এসে তৃতীয় সপ্তাহের তুলনায় মৃত্যুর সংখ্যা কিছুটা কমেছে। এছাড়া প্রথম সপ্তাহ থেকে চতুর্থ সপ্তাহ পর্যন্ত সময়ে ধারবাহিকভাবে বেড়েছে সংক্রমণ শনাক্তের পরিমাণ, বেড়েছে ‍মৃত্যুও।

আরও পড়ুন- ১০৩ দিনে শনাক্ত এক লাখ, শেষ অর্ধেক ১৬ দিনে

জুনের প্রথম সপ্তাহে ১৮ হাজার ৬১৬টি সংক্রমণ শনাক্ত হয়েছিল। দ্বিতীয় সপ্তাহে এর পরিমাণ ছিল ২১ হাজার ৭৫১। তৃতীয় সপ্তাহে সংক্রমণ বেড়ে দাঁড়ায় ২৪ হাজার ৭৮৭টিতে। তৃতীয় সপ্তাহের চেয়ে কিছুটা কম বেড়ে শেষ সপ্তাহে সংক্রমণ শনাক্ত হয় ২৫ হাজার ৪৮১টি।

বিজ্ঞাপন

এদিকে, জুনের প্রথম সপ্তাহে করোনায় আক্রান্ত হয়ে মারা যান ২৩৮ জন, দ্বিতীয় সপ্তাহে মারা যান ২৮৩ জন। তৃতীয় সপ্তাহে আরও ১০ জন বেড়ে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর পরিমাণ দাঁড়ায় ২৯৩ জনে। শেষ সপ্তাহে গিয়ে মৃত্যুর পরিমাণ কিছুটা কমেছে। এই সপ্তাহে করোনায় আক্রান্ত হয়ে মারা যান ২৭৪ জন।

এক নজরে মাসের হিসাব

স্বাস্থ্য অধিদফতরের তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, ৮ মার্চ করোনাভাইরাসের প্রথম সংক্রমণ শনাক্ত হওয়ার ওই মাসের বাকি ২৩ দিন মিলিয়ে মোট শনাক্ত হয়েছিলেন ৫১ জন। তবে সংক্রমণ বাড়তে শুরু করে এপ্রিলে। ওই মাসে ৭ হাজার ৬১৬ জনের শরীরে সংক্রম শনাক্ত হয়েছিল। মে মাসে গিয়ে এক লাফে সংক্রমণের সংখ্যা হয়ে যায় ৩৯ হাজার ৪৮৬টি, যা ছিল আগের মাসের পাঁচ গুণেরও বেশি। জুন মাসে সংক্রমণের সংখ্যা তো আগেই বলা হয়েছে ৯৮ হাজার ৩৩০। সে হিসাবে দেখা যায়, মে মাসের তুলনায় জুনে সংক্রমণ শনাক্ত হয়েছে প্রায় আড়াই গুণ।

এদিকে, ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর পর ওই মাসে আরও চার জন মারা যান। এপ্রিল মাসে এই ভাইরাস কেড়ে নেয় ১৬৩ জনের প্রাণ। মে মাসে এই সংখ্যা এপ্রিলের তুলনায় প্রায় তিন গুণ হয়ে যায়, মারা যান ৪৮২ জন। মৃত্যুর মিছিল বাড়তে থাকে জুনেও। এই মাসে করোনায় আক্রান্ত হয়ে মারা যান ১ হাজার ১৯৭ জন, যা মে মাসের মৃত্যুর প্রায় আড়াই গুণ।

সংক্রমণ শনাক্তের হার এখনো ঊর্ধ্বমুখী

স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণ শনাক্তের হার দিন দিন বাড়ছেই। মার্চ মাসের তথ্য বাদ দিলে এপ্রিলে ৬২ হাজার ২০৬টি নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণ শনাক্ত হয়েছিল ৭ হাজার ৬১৬টি। সে হিসাবে সংক্রমণ শনাক্তের হার ছিল ১২ দশমিক ২৪ শতাংশ। মে মাসে দেখা গেছে, মোট ২ লাখ ৪৩ হাজার ৮৭০টি নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণ শনাক্ত হয়েছিল ৩৯ হাজার ৪৮৬টি। সংক্রমণ শনাক্তের হার ছিল ১৬ দশমিক ১৯ শতাংশ।

সবশেষ ‍জুন মাসে মোট নমুনা পরীক্ষা হয়েছে ৪ লাখ ৭৫ হাজার ৫৩৪টি। এর বিপরীতে সংক্রমণ শনাক্ত হয়েছে ৯৮ হাজার ৩৩০টি। হিসাব বলছে, এই মাসে সংক্রমণ শনাক্তের হার আগের দুই মাসের চেয়েই অনেকটা বেশি— ২১ দশমিক ৪৯ শতাংশ। এখন পর্যন্ত সার্বিক সংক্রমণ শনাক্তের হার ১৮ দশমিক ৯৮ শতাংশের (৭ লাখ ৬৬ হাজার ৪৬০টি নমুনা পরীক্ষার বিপরীতে ৯৮ হাজার ৩৩০টি সংক্রমণ শনাক্ত) চেয়েও জুনের শনাক্তের হার অনেকটাই বেশি।

অনলাইন বুলেটিন করোনাভাইরাস করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু কোভিড-১৯ জুনে মৃত্যু জুনে সংক্রমণ শনাক্ত টপ নিউজ সংক্রমণ শনাক্ত স্বাস্থ্য অধিদফতর