Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেরপুরে বাল্যবিয়ে বন্ধ করলেন ইউএনও


৩০ জুন ২০২০ ১৮:২৯

শেরপুর: শেরপুরের ঝিনাইগাতীতে প্রশাসনের হস্তক্ষেপে দুই কিশোরী বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেয়েছে। সোমবার (২৯ জুন) রাতে ওই দুই কিশোরীর বিয়ে বন্ধ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদ।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বিকেলে উপজেলার ফাকরাবাদ গ্রামে ১৬ বছর বয়সী এক কিশোরীর সঙ্গে হাছান মিয়া (২২) নামের এক যুবকের বিয়ের খবর পান রুবেল মাহমুদ। পরে ওই কিশোরীর বাড়িতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জয়নাল আবেদীন ও পুলিশ পাঠিয়ে বিয়ে বন্ধ করেন। কিশোরীর বাবা সামিদুল হককে ৩ হাজার টাকা অর্থদন্ড করা হয়।

বিজ্ঞাপন

একইদিন রাত আটটায় উপজেলার সালধা গ্রামে ১৪ বছর বয়সী আরেক কিশোরীর সঙ্গে মো. হামিদুর রহমান (২২) নামের এক যুবকের বিয়ের আয়োজন চলছিল। খবর পেয়ে ইউএনও রুবেল মাহমুদ কিশোরীর বাড়িতে গিয়ে উভয় পক্ষকে বুঝিয়ে বাল্যবিবাহ বন্ধ করেন এবং তার বাবা শহিদুল ইসলামকে ৫ হাজার টাকা অর্থদন্ড করেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদ মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের জানান, ১৮ বছরের আগে বিয়ে দেয়া যাবে না এই মর্মে ওই দুই কিশোরীর অভিভাবকদের কাছ থেকে লিখিত অঙ্গীকারনামা নেন তিনি।

শেরপুর শেরপুরে বাল্যবিয়ে বন্ধ