ব্যাংক ও পুঁজিবাজার বন্ধ থাকবে বুধবার
৩০ জুন ২০২০ ১৪:২৭ | আপডেট: ৩০ জুন ২০২০ ১৪:৩০
ঢাকা: আগামীকাল বুধবার (১ জুলাই) দেশের ব্যাংক, বীমা ও পুঁজিবাজার বন্ধ থাকবে। ‘ব্যাংক হলিডে’ উপলক্ষে এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কোনো লেনদেন হবে না। ডিএসই ও সিএসই সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্র মতে, আগামীকাল ১ জুলাই ব্যাংক হলিডে। যে কারণে সব ব্যাংক বন্ধ থাকবে এদিন। আর সে কারণে দেশের দুই পুঁজিবাজারেও লেনদেন বন্ধ থাকবে।
আগামী বৃহস্পতিবার (২ জুলাই) আগের নিয়মে পুঁজিবাজারে লেনদেন চালু হবে। একইসঙ্গে ব্যাংক লেনদেনও চলবে।