প্রত্যয়ের ধাক্কায় পোস্তগোলা ব্রিজে ফাটল, যান চলাচল বন্ধ
৩০ জুন ২০২০ ১৪:২৪ | আপডেট: ৩০ জুন ২০২০ ১৬:০৯
ঢাকা: বুড়িগঙ্গায় ডুবে যাওয়া লঞ্চ মর্নিং বার্ডকে উদ্ধার করতে এসে জাহাজ প্রত্যয় পোস্তগোলা ব্রিজে ধাক্কা দেয় ও আটকে যায়। আর এতেই পোস্তগোলা ব্রিজে ফাটল দেখা দিয়েছে। তাই ঝুঁকি এড়াতে ব্রিজের ওপর দিয়ে সবধরনের যান চলাচল বন্ধ করে দিয়ছে সড়ক ও জনপথ বিভাগ।
মঙ্গলবার (৩০ জুন) দুপুর সাড়ে ১২ টার দিকে শ্যামপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সারাবাংলাকে বলেন, গতকাল সন্ধ্যায় মর্নিং বার্ড লঞ্চ উদ্ধার করতে এসে উদ্ধাকারী জাহাজ প্রত্যয় পোস্তগোলা ব্রিজে আটকে যায়। এ সময় ব্রিজে বেশ জোরে ধাক্কা লাগে। ফলে ব্রিজে ফাটল দেখা দিয়েছে। এর পর গতকাল সন্ধ্যা থেকে একদিকের যান চলাচল বন্ধ করা হলেও আজ সকাল থেকে উভয়পাশের যান চলাচল বন্ধ করে দেয় সড়ক বিভাগ।’
এদিকে পোস্তগোলা ব্রিজে গিয়ে দেখা যায়, পুলিশের ট্রাফিক বিভাগ কোনো যানবাহনকে সেতুর ওপর দিয়ে চলাচল করতে দিচ্ছে না। সাধারণ লোকজন পায়ে হেঁটে সেতু পার হচ্ছেন।
উদ্ধারকারী জাহাজ প্রত্যয়ের ধাক্কায় পোস্তগোলা ব্রিজের নিচের পাটাতন বিম ক্ষতিগ্রস্থ হয়েছে। সড়ক ও জনপদ বিভাগের প্রকৌশলীরা এরই মধ্যে ক্ষতিগ্রস্থ স্থানটি পরিদর্শন করে গেছেন। তবে ব্রিজ দিয়ে কখন যান চলাচল শুরু হবে তা জানা যায়নি।