Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালীর কবিরহাটে স্কুলছাত্রী ধর্ষণ, থানায় মামলা


৩০ জুন ২০২০ ১২:০৩

প্রতীকী ছবি

নোয়াখালী: জেলার কবিরহাটের সুন্দলপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বারিপুকুর পাড় এলাকায় বসত ঘরে ঢুকে দশম শ্রেণির এক স্কুল ছাত্রীকে (১৬) ধর্ষণের অভিযোগ উঠেছে। সোমবার (২৯ জুন) সন্ধ্যা ৭টায় উপজেলার সুন্দলপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বারিপুকুর পাড় এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় রাত ১১টায় ভুক্তভোগির মা বাদী হয়ে একটি মামলা করেছেন। তবে অভিযুক্ত আব্দুর রহিম রবিন (২০) গা ঢাকা দিয়েছে।

ভুক্তভোগির পরিবার সূত্রে জানা যায়, সোমবার বিকালে ওই ছাত্রীর মা তার নানার বাড়িতে যায়। এ সুযোগে পাশ্ববর্তী বাড়ির সামছুজ্জামান মানিকের বখাটে ছেলে আব্দুর রহিম রবিন ওই ছাত্রীকে ধর্ষণ করে। এসময় পাশের বাড়ির এক গৃহবধূ ধস্তাধস্তি ও ভিকটিমের চিৎকার শুনে বাড়িতে এলে, ধর্ষক রবিন পালিয়ে যায়।

কবিরহাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফজলুল কাদের পাঠোয়ারী বলেন, ‘এ ঘটনায় ওই ছাত্রীর মা আব্দুর রহিম রবিনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।’

অভিযুক্ত আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে বলেও জানান তিনি।

কবিরহাট ধর্ষণ ধর্ষণের অভিযোগ বারিপুকুর পাড়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর