Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেসিস জাপান ডেস্কের আনুষ্ঠানিক যাত্রা শুরু


৩০ জুন ২০২০ ০২:০১

ঢাকা: দেশের তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে ও খাতটিকে দেশে জাপানের বিনিয়োগ বাড়াতে জাপান ডেস্কের উদ্বোধন করেছে তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)।

সোমবার (২৯ জুন) প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান প্রধান অতিথি হিসেবে ডেস্কের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। ভার্চুয়াল এই উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে সালমান এফ রহমান বলেন, জাপানের বাজারে আমাদের ব্যবসা প্রসারের জাপানি ভাষা ভালোভাবে রপ্ত করা প্রয়োজন। সফটওয়্যার একটি অদৃশ্য পণ্য হলেও সবসময়, এমনকি করোনা মহামারির এই সময়েও এর প্রয়োজনীয়তা অনেক বেড়েছে। আগামীতে তথ্যপ্রযুক্তি খাত দেশের সবচেয়ে বড় রফতানি খাত হিসেবে পরিচিতি পাবে এবং এ খাতে বিপুলসংখ্যক কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

বেসিস জাপান ডেস্কের পাশাপাশি জাপানের টোকিওতেও বাংলাদেশ ডেস্ক খুলতে অবিলম্বে পদক্ষেপ নিতে বেসিসের প্রতি আহ্বান জানান সালমান এফ রহমান। আইসিটি বিভাগ ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের কাছে বিস্তারিত কর্মপরিকল্পনা প্রস্তাব আকারে পেশ করার জন্য বেসিস সভাপতিকে পরামর্শ দেন এবং এ ব্যাপারে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, বাংলাদেশের দীর্ঘ প্রতীক্ষিত বন্ধু ও উন্নয়ন সহযোগী জাপান। ডিজিটাল বাংলাদেশ নির্মাণ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের প্রকৃত উন্নয়নে বেসিস জাপানের আইটি মার্কেট অন্বেষণ এবং বাংলাদেশে জাপানি বিনিয়োগের সুবিধার্থে গত কয়েক বছর ধরে কাজ করছে। বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে জাপানে বাংলাদেশের আইটি শিল্পের রফতানি বাড়িয়ে তুলতে এই ডেস্ক উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।

বিজ্ঞাপন

বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর বলেন, বেসিস জাপান ডেস্ক জাপান ও বাংলাদেশের মধ্যে তথ্যপ্রযুক্তি ব্যবসার একটি কার্যকর মাইলফলক হিসেবে কাজ করবে। এরই মধ্যে প্রায় ৭০টি বেসিস সদস্য প্রতিষ্ঠান জাপান ডেস্কে মাসিক ফি দিয়ে তালিকাভুক্ত হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এই ডেস্ক বেসিস সদস্যদের জাপানে ব্যবসা সম্প্রসারণে এবং জাপানি উদ্যোক্তাদের বাংলাদেশ অফশোর ডেভেলপমেন্ট সেন্টার স্থাপনে উৎসাহিত করবে।

বক্তারা তাদের বক্তৃতায় বেসিস জাপান ডেস্ক চালুর এই উদ্যোগ নেওয়ার জন্য বেসিসকে ধন্যবাদ জানান। জাপান ও বাংলাদেশের মধ্যে আইসিটি বাণিজ্য সম্প্রসারণে বেসিস জাপান ডেস্ক কার্যকর ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করেন। জাপানে বাংলাদেশের আইসিটি খাতকে তুলে ধরা এবং জাপান থেকে বাংলাদেশে বিভিন্ন বাণিজ্য সম্পর্কিত বিষয়ে বেসিস জাপান ডেস্ক সমন্বয়কারীর ভূমিকা পালন করবে। করোনাভাইরাসের কারণে সামাজিক দূরত্ব মেনে চলার জন্য ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, বাণিজ্য সচিব জাফর উদ্দীন, জাপান দূতাবাসের রাষ্ট্রদূত ইতো নাওকিসহ আরও অনেকে যুক্ত ছিলেন অনুষ্ঠানে। উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বেসিসের সাবেক সভাপতি মাহবুব জামান, বেসিসের জ্যেষ্ঠ সহসভাপতি ফারহানা এ রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বেসিস জাপান ফোকাস গ্রুপের আহ্বায়ক এবং বেসিসের পরিচালক রাশাদ কবির।

জাপান ডেস্ক জাপান ডেস্কের উদ্বোধন জুনাইদ আহমেদ পলক বেসিস বেসিস জাপান ডেস্ক সালমান এফ রাহমান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর