Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিবগঞ্জে ঘুড়ি ওড়াতে গিয়ে সহপাঠীর হাতে কিশোর খুন


৩০ জুন ২০২০ ০১:৩১

প্রতীকী ছবি

বগুড়া: বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলায় ঘুড়ি ওড়াতে গিয়ে সহপাঠীর হাতে খুন হয়েছে এক কিশোর।

সোমবার (২৯ জুন) বিকাল সাড়ে পাঁচটার দিকে উপজেলার মোকামলা ইউনিয়নের পার আঁচলাই গ্রামে এ ঘটনা ঘটে। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম বদিউজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

খুন হওয়া ওই কিশোরের নাম হৃদয় (১৫)। সে আঁচলাই গ্রামের কৃষক আজাহার আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, বোয়ালমারী ব্রিজের কাছে মাঠে ঘুড়ি ওড়াচ্ছিল কিশোর হৃদয়। এ সময় একই গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে পিয়াসের (১৭) এর সঙ্গে তার বাক বিতণ্ডা হয়। এক পর্যায়ে পিয়াস তার হাতে থাকা ধারালো ছুরি দিয়ে হৃদয়কে আঘাত করে। এতে সে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যায়।

ওসি বদিউজ্জামান বলেন, ‘বিষয়টি জানার পর ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় পিয়াসের মা পিয়ারা বেগম ও তার বাবা জাহাঙ্গীর আলমকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা প্রস্তুতি চলছে।

ওড়াতে কিশোর খুন ঘুড়ি বগুড়া শিবগঞ্জ

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর