করোনা মোকাবিলায় আরও ৪ হাজার নার্স নিয়োগ হবে: প্রধানমন্ত্রী
২৯ জুন ২০২০ ২২:৪৫
ঢাকা: নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতি মোকাবিলায় আরও ৪ হাজার নার্স নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিগগিরই এই নার্স নিয়োগ দেওয়ার জন্য এরই মধ্যে স্বাস্থ্যমন্ত্রীকে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।
সোমবার (২৯ জুন) ২০২০-২১ সালের অর্থবছরের প্রাস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে সংসদকে এ তথ্য জানান প্রধানমন্ত্রী।
করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত পদক্ষেপগুলো সংসদের সামনে তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘করোনাভাইরাস সংক্রমিত রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে অল্প সময়ের মধ্যে ২ হাজার ডাক্তার ও ৬ হাজার নার্স নিয়োগ দেওয়া হয়েছে। আরও ২ হাজার চিকিৎসকের পদ সৃষ্টি করা হয়েছে। স্বাস্থ্য খাতে ৩ হাজার টেকনিশিয়ানের পদ সৃষ্টি করা হয়েছে। তাদের নিয়োগপ্রক্রিয়া শুরু হয়েছে। আমরা ৪ হাজার নার্স নিয়োগ দেব। সেই নির্দেশ আমি স্বাস্থ্যমন্ত্রীকে ইতোমধ্যে দিয়েছি। শিগগিরই এই নিয়োগ দেওয়া হবে।’
তিনি বলেন, ‘যন্ত্রপাতি, টেস্ট কিট, সরঞ্জামাদি কেনাসহ চিকিৎসাসুবিধা আরও বাড়ানোর লক্ষ্যে আমরা দ্রুততম সময়ে ২ হাজার ৫০০ কোটি টাকা ব্যয়ে দুটি প্রকল্প অনুমোদন দিয়েছি। আরও একটি প্রকল্প চূড়ান্ত পর্যায়ে।’
প্রকল্পগুলো বাস্তবায়িত হলে করোনা মোকাবিলায় আমাদের সামর্থ্য আরও বাড়বে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।