Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঠাকুরগাঁওয়ে পানিতে ডুবে ২ স্কুল ছাত্রের মৃত্যু


২৯ জুন ২০২০ ০৪:১১

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের হরিপুরে বন্যার পানিতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামিদুর এ বছর রণহাট্টা চৌরঙ্গী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেছে। রহিত একই স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

রোববার (২৮ জুন) বিকেলে হরিপুর উপজেলার ডাঙ্গীপাড়া ইউনিয়নের শিহিপুর গ্রামের গন্দর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মনি এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

মৃত হামিদুর হরিপুর উপজেলার ডাঙ্গীপাড়া ইউনিয়নের রণহাট্টা গ্রামের মৃত আলম দর্জির ছেলে এবং রহিত একই উপজেলার বকুয়া ইউনিয়নের নারগুন গ্রামের সোহাগের ছেলে।

প্রত্যক্ষদর্শী শরিয়াতুল্লাহ ও তুষার বলেন, শিহিপুর-গন্দর ব্রিজের পশ্চিম পাশে কয়েকজন ছেলে পানির মধ্যে ফুটবল খেলছিল আর গোসল করছিল। এসময় হামিদুর ও রহিত পানির স্রোতের টানে তলিয়ে যায়। তাদের উদ্ধারের জন্য চেষ্টা চালান উপস্থিত মানুষজন। কিছুক্ষণের মধ্যেই হামিদুরকে পাওয়া গেলেও ততক্ষণে সে মারা গেছে। তাৎক্ষণিকভাবে রহিতের লাশ খুঁজে না পেয়ে রানীশংকৈল ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেওয়া হয়। তবে তাদের সঙ্গে ডুবুরি দল না থাকায় তারা উদ্ধার কাজে সহায়তা করতে পারেননি। প্রায় দুই ঘণ্টা পর স্থানীয়রাই রহিতের লাশ উদ্ধার করে।

হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুজ্জামান বলেন, দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

২ স্কুলছাত্রের মৃত্যু পানিতে ডুবে মৃত্যু স্কুলছাত্রের মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর