Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনায় প্রাণ গেল ফেনী জেলা আ.লীগ সভাপতি আকরামুজ্জামানের


২৯ জুন ২০২০ ০০:২৫ | আপডেট: ২৯ জুন ২০২০ ০১:৪৩

ফেনী: জেলা আওয়ামী লীগের সভাপতি, জেলার জ্যেষ্ঠ আইনজীবী ও মুক্তিযোদ্ধা আকরামুজ্জামান (৭৫) আর নেই। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি।

রোববার (২৮ জুন) ভোরে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আকরামুজ্জামান। করোনায় আক্রান্ত হয়ে গত ৯ দিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ বহু ‍গুণগ্রাহী রেখে গেছেন।

বিজ্ঞাপন

সোমবার বিকেল (২৯ জুন) বিকেল ৫টায় ফেনী সদরের মোটবী ইউনিয়নের বেদরাবাদ শিলুয়া গ্রামের পাটোয়ারি বাড়ির সামনে স্বাস্থ্যবিধি মেনে প্রয়াত এই আওয়ামী লীগ নেতার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর পারিবারিক কবরস্থানে তাকে দাফনের কথা রয়েছে।

আকরামুজ্জামানের মৃত্যুতে ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী শোক জানিয়েছেন। এছাড়া জেলা আইনজীবী সমিতির সভাপতি সাহাবউদ্দিন, সাধারণ সম্পাদক পার্থ পাল চৌধুরি, ফেনী ডায়াবেটিক সমিতির পক্ষে সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীলও শোক প্রকাশ করেন।

আকরামুজ্জামান ছিলেন বৃহত্তর নোয়াখালীর প্রখ্যাত আইনজীবী নুরুজ্জামান উকিলের কনিষ্ঠ সন্তান। ফেনীর প্রবীণ এই রাজনীতিক ১৯৬৭ সালে মহকুমা ছাত্র ইউনিয়নের সভাপতি ছিলেন। একাত্তরে মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নেন। মুক্ত স্বদেশে ফিরে ন্যাপের (মোজাফফর ) রাজনীতিতে যুক্ত হন। পরে আশির দশকে যোগ দেন আওয়ামী লীগে। তিনি ১৯৮৪ সালে জেলা আন্দোলনের সঙ্গেও সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। বহু বছর জেলা আওয়ামী লীগের সহসভাপতি থাকার পর গত বছর জেলা সম্মেলনে তিনি সভাপতি নির্বাচিত হন।

বিজ্ঞাপন

কেবল রাজনীতি নয়, আইনজীবী হিসেবে পেশাগত জীবনেও সফল ছিলেন আকরামুজ্জামান। ফেনী জজ আদালতে পাবলিক প্রসিকিউটর (সরকারি কৌঁসুলি) হিসেবে দায়িত্বও পালন করেছেন। জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বারবার সভাপতি নির্বাচিত হয়েছেন। ফেনী ডায়াবেটিক সমিতি ও কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ফেনী শাখার সভাপতি ছিলেন তিনি। রোটারি ক্লাব অব ফেনীর প্রতিষ্ঠাতাও প্রেসিডেন্ট ছিলেন সদ্যপ্রয়াত এই বিদগ্ধ ব্যক্তিত্ব।

আকরামুজ্জামান করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু জ্যেষ্ঠ আইনজীবী ফেনী জেলা আওয়ামী লীগ সভাপতি মুক্তিযোদ্ধা আকরামুজ্জামান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর