Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনায় মারা গেলেন সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের ভাই


২৮ জুন ২০২০ ২৩:৫২ | আপডেট: ২৯ জুন ২০২০ ০০:৪৬

ঢাকা: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সাবেক অর্থমন্ত্রী প্রয়াত এম সাইফুর রহমানের ছোট ভাই বিশিষ্ট ব্যবসায়ী এম ফয়জুর রহমান মারা গেছেন।

রোববার (২৮ জুন) ভোর ৬টা ১০ মিনিটে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।

প্রয়াত এম সাইফুর রহমানের ছেলে সাবেক সংসদ সদস্য নাসের রহমান গণমাধ্যমকে মৃত্যুর খবরটি নিশ্চিত করেন। তিনি জানান, রাজধানীর এভার কেয়ার (সাবেক অ্যাপেলো) হাসপাতালে এম ফয়জুর রহমান মারা যান। গত শনিবার তার করোনা শনাক্ত হয়েছিল। এর আগের দিন করোনা লক্ষণ নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

ফয়জুর রহমান প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিলেন। তিনি এশিয়ান সার্ভেয়ার্স লিমিটেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক, ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড ও আইআইএফসি ন্যাশনাল টি কোম্পানির পরিচালক ছিলেন।

এম ফয়জুর রহমানের মৃত্যুতে জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি ড. এ কে আবদুল মুবিন ও সাধারণ সম্পাদক জসিম উদ্দিন আহমেদ শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

এম ফয়জুর রহমান করোনায় মৃত্যু প্রয়াত অর্থমন্ত্রী সাইফুর রহমান সাইফুর রহমানের ভাই সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমান