Friday 24 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হেলালের ৩ সহযোগী রিমান্ডে


২৮ জুন ২০২০ ২২:০৫

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যান হাউজিং এলাকায় অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হেলালের তিন সহযোগীকে এক দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার (২৮ জুন) শুনানি শেষে ঢাকা মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট ধীমান চন্দ্র মন্ডল এ রিমান্ডের আদেশ দেন।

রিমান্ডে যাওয়া আসামিরা হলেন- মফিজউদ্দিন মফি, আনোয়ার ও আরিফ।

মামলাটির তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার এসআই হাসানুর রহমান আসামিদের আদালতে হাজির করে অস্ত্র আইনের মামলায় প্রত্যেকের পাঁচ দিন করে রিমান্ড আবেদন করেন।

এসময় আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিলসহ জামিনের আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধিতা করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন।

শনিবার (২৮ জুন) রাতে অভিযান চালিয়ে ওই তিন জনকে আটক করা হয়। এর মধ্যে মফিজ পিচ্চি হেলালের সহযোগী হিসেবে এলাকায় চাঁদাবাজি, ভূমি দখল ও মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করতেন। এসময় তাদের কাছে ১৪ বোতল ফেনসিডিল, বেশ কয়েকটি অস্ত্র, রামদা, হকিস্টিক, চাপাতি জব্দ করা হয়েছে।

র‌্যাব-২-এর বিশেষ পুলিশ সুপার (এএসপি) মহিউদ্দিন ফারুকী সারাবাংলাকে বলেন, ‘মফিজউদ্দিন কুখ্যাত সন্ত্রাসী পিচ্চি হেলালের সহযোগী। এই এলাকায় যত ভূমিদখল হয় সব তারা নিয়ন্ত্রণ করত। আমরা মূলত ফেনসিডিলের চালান নিয়ন্ত্রণ ও বিতরণ করার অভিযোগে মফিজউদ্দিনকে জিজ্ঞাসাবাদ করতে তার কার্যালয়ে যাই। এ সময় তার কার্যালয় তল্লাশি করে ১৪ বোতল ফেনসিডিল পাই।’ জিজ্ঞাসাবাদের সময় মফিজউদ্দিনের কোমরে অস্ত্র পাওয়া গেছে। অস্ত্রের লাইসেন্স থাকলেও ৫০ রাউন্ড গুলির মধ্যে ২৫ রাউন্ড ব্যবহার করেছেন। তবে ব্যবহৃত গুলির কোনো হিসাব তিনি দেখাতে পারেননি। এছাড়া এসএমজির ছয় রাউন্ড গুলিও পাওয়া গেছে।’

বিজ্ঞাপন

রিমান্ড হান্নান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর