Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বব্যাপী করোনায় মৃত্যু ছাড়াল ৫ লাখ, আক্রান্ত কোটির ঘরে


২৮ জুন ২০২০ ২০:১৪ | আপডেট: ২৯ জুন ২০২০ ০১:৩৯

মহামারি নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ বিশ্বব্যাপী ছাড়াল এক কোটির সীমা। চীন থেকে শুরু করে সারাবিশ্বে ছড়িয়ে পড়ার ছয় মাসের মাথায় এসে কোটি মানুষ আক্রান্ত হলেন এই ভাইরাসে। এর মধ্যে ৫ লাখেরও বেশি মানুষ মারা গেছেন এই ভাইরাসে আক্রান্ত হয়ে। পাশাপাশি আক্রান্তদের মধ্যে অর্ধেকেরও বেশি মানুষ সুস্থ হয়ে উঠেছেন এই ভাইরাসের সংক্রমণ থেকে।

রোববার (২৮ জুন) করোনাভাইরাসের সংক্রমণ এক কোটির সীমা ছাড়িয়ে যায় বিশ্বজুড়ে। এদিন সন্ধ্যায় ওয়ার্ল্ডমিটারের তথ্য বলছে, বিশ্বজুড়ে করোনায় আক্রান্তের সংখ্যা এক কোটি এক লাখ ১৪ হাজার ৯৭৩ জন। এ সময়ে করোনায় মৃত্যুর সংখ্যা ছিল ৫ লাখ এক হাজার ৯২০টি। আর সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা ছিল ৫৪ লাখ ৮৪ হাজার ৮১৫ জন।

বিজ্ঞাপন

আরও পড়ুন- ২৪ ঘণ্টায় ৪৩ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৮০৯

পরিসংখ্যান বলছে, বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের বিপরীতে মৃত্যুর হার ৪ দশমিক ৯৬ শতাংশ। আর আক্রান্তদের মধ্যে সুস্থতার হার ৫৪ দশমিক ২২ শতাংশ।

এদিন, স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৩৭ হাজার ৭৮৭ জন। এর মধ্যে ১ হাজার ৭৩৮ জন মারা গেছেন এরই মধ্যে। অন্যদিকে মোট সুস্থ হয়েছেন ৫৫ হাজার ৭২৭ জন। বৈশ্বিক হিসাবে করোনায় মৃত্যুর হার ৪ দশমিক ৯৬ শতাংশ হলেও বাংলাদেশে মৃত্যুর হার ১ দশমিক ২৬ শতাংশ। অন্যদিকে বৈশ্বিক ৫৪ দশমিক ২২ শতাংশের বিপরীতে বাংলাদেশে সুস্থতার হার ৪০ দশমিক ৪৪ শতাংশ।

বিশ্বের বিভিন্ন দেশের তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে। গোটা বিশ্বের মোট করোনায় আক্রান্তের চার-ভাগের একভাগেরও বেশি আক্রান্ত রয়েছেন এই দেশে। সংখ্যাটি ২৫ লাখ ৯৬ হাজার ৮৯৪ জন। শতাংশের হারে সেটি ২৫ দশমিক ৬৭ শতাংশ। একইভাবে করোনায় মৃত্যুর ২৫ দশমিক ৫৩ শতাংশও ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এ পর্যন্ত মারা গেছেন ১ লাখ ২৮ হাজার ১৫৩ জন।

বিজ্ঞাপন

আক্রান্ত ও মৃত্যুর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে ১৩ লাখ ১৯ হাজার ২৭৪ জন করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ৫৭ হাজার ১৪৯ জন। আক্রান্তের সংখ্যায় তৃতীয় স্থানে থাকা রাশিয়ায় আক্রান্তের সংখ্যা ৬ লাখ ৩৪ হাজার ৪৩৭ জন। দেশটিতে মৃত্যুর হার তুলনামূলকভাবে কম— ৯ হাজার ৭৩ জন।

করোনায় লক্ষাধিক আক্রান্ত রয়েছেন বিশ্বের ১৬টি দেশে। শীর্ষ তিন দেশ ও বাংলাদেশের বাইরে বাকি দেশগুলো হলো— ভারত, যুক্তরাজ্য, স্পেন, পেরু, চিলি, ইতালি, ইরান, মেক্সিকো, পাকিস্তান, তুরস্ক, জার্মানি, সৌদি আরব, ফ্রান্স, দক্ষিণ আফ্রিকা ও কানাডা।

করোনায় মৃত্যুর তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, ৯টি দেশে মৃত্যুর সংখ্যা পেরিয়েছে ১০ হাজার। এই তালিকায় যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পরের স্থানগুলোতে রয়েছে যুক্তরাজ্য, ইতালি, ফ্রান্স, স্পেন, মেক্সিকো, ভারত ও ইরান। এছাড়া বেলজিয়াম, পেরু, রাশিয়া ও জার্মানিতে ৯ হাজারের বেশি করে মানুষ মারা গেছেন করোনায় আক্রান্ত হয়ে। আর কানাডা, নেদারল্যান্ডস, চিলি, সুইডেন ও তুরস্কে মৃত্যুর সংখ্যা ৫ হাজারের বেশি।

করোনাভাইরাসের সংক্রমণের শুরুটা চীনে। ২০১৯ সালের ডিসেম্বরে দেশটিতে ‘অজানা’ এক ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়তে শুরু করে। লক্ষণগুলো ছিল নিউমোনিয়ার মতো। এ বছরের শুরুতে এই ভাইরাসকে নভেল করোনাভাইরাস নাম দেওয়া হয়। পরে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই ভাইরাসের ফলে সৃষ্ট রোগের নাম দেয় কোভিড-১৯। যে চীন থেকে শুরু, সেই চীনে অবশ্য করোনাভাইরাসের সংক্রমণ থেমেছে অনেক আগেই।

এক কোটি আক্রান্ত করোনাভাইরাস করোনায় আক্রান্ত কোভিড-১৯ মৃত্যু ৫ লাখ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর