Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৩ মাস ধরে কোভিড রোগীদের চিকিৎসা দিতে দিতে ডাক্তার নিজেই আক্রান্ত


২৮ জুন ২০২০ ১৯:৩৯ | আপডেট: ২৮ জুন ২০২০ ১৯:৪৮

চট্টগ্রাম ব্যুরো: কোভিড-১৯ রোগের চিকিৎসায় নির্ধারিত চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. মো. আবদুর রব করোনায় আক্রান্ত হয়েছেন।

শনিবার (২৭ জুন) রাতে আবদুর রবের করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি নমুনা পরীক্ষার ফলাফলে নিশ্চিত হওয়া গেছে। চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. গোলাম মোস্তফা জামাল তথ্যটি নিশ্চিত করেছেন।

চট্টগ্রামে করোানায় আক্রান্তদের চিকিৎসা শুরু হয় এই চিকিৎসকের হাত ধরেই। তিন মাস ধরে নিরবচ্ছিন্নভাবে কোভিড-১৯ রোগীদের চিকিৎসা দিয়ে তিনি নিজেই এই রোগে আক্রান্ত হলেন।

চিকিৎসক গোলাম মোস্তফা জামাল জানিয়েছেন, আবদুর রব চট্টগ্রাম নগরীতে বেসরকারি ডেল্টা হেলথ কেয়ার ক্লিনিকে চিকিসাধীন আছেন। কোভিড-১৯ রোগে আক্রান্ত তার স্ত্রী ফিরোজা মেহেরও একই হাসপাতালে ভর্তি।

আবদুর রব জানিয়েছেন, পাঁচদিন আগে তিনি জ্বর ও গলাব্যাথায় আক্রান্ত হন। করোনার সংক্রমণ শনাক্ত হলেও তার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে।

আক্রান্ত কোভিড-১৯ ডাক্তার রোগী সেবা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর