Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যশোরে গোলযোগ ঠেকাতে গিয়ে যুবক খুন


২৮ জুন ২০২০ ১৮:৩২

প্রতীকী ছবি

যশোর: যশোরের বাঘারপাড়ায় গোলযোগ ঠেকাতে গিয়ে দুর্বৃত্তের ছুরিকাঘাতে রিপন হোসেন (৩০) নামে প্রাইভেটকারের এক চালক খুন হয়েছেন। রোববার (২৮ জুন) দুপুর একটার দিকে বাঘারপাড়া উপজেলার মহিরণ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রিপন হোসেন মহিরণ গ্রামের মনিরুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বাঘারপাড়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, যশোর শহরের মোল্লাপাড়া এলাকার বরকত নামে এক যুবক তার স্ত্রীকে নিয়ে বাঘারপাড়া মাইক্রোস্ট্যান্ডের সামনে দিয়ে যাচ্ছিলেন। এ সময় কয়েক যুবক বরকতের স্ত্রীকে উত্যক্ত করে। এ নিয়ে বরকতের স্ত্রীর সাথে উত্যক্তকারী যুবকদের গোলযোগ হয়। এক পর্যায়ে পাশের ফার্মেসি থেকে হিরু নামে একজন বেড়িয়ে এসে গোলযোগ ঠেকানোর চেষ্টা করলে বরকত তাকে ছুরিকাঘাত করে। এসময় অদূরে দাঁড়িয়ে থাকা রিপন হোসেন ছুটে গিয়ে তাদের গোলযোগ ঠেকানোর চেষ্টা করলে বরকত তার বুকেও ছুরিকাঘাত করে।

বিজ্ঞাপন

ওসি আরও জানান, এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা গুরুতর হওয়ায় রিপনকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় অভিযুক্ত বরকতকে ছুরিসহ আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

গোলযোগ যশোর যুবক খুন

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর